ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনায় ভিলেজ সুপার মার্কেট

প্রকাশিত: ০৮:১৫, ২১ মার্চ ২০২০

 খুলনায় ভিলেজ সুপার মার্কেট

আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত গ্রাম্য একটি বাজার। ভিলেজ সুপার মার্কেট নামের এ মার্কেটটি খুলনা-সাতক্ষীরা সড়কের পাশে টিপনা নামক স্থানে অবস্থিত। মার্কেটটিতে দিন দিন ক্রেতা-বিক্রেতার আগমন বাড়ছে। এ মার্কেটে একই স্থানে ব্যাংকিং সুবিধা, হিমাগার, গেস্ট হাউস, প্রশিক্ষণ কেন্দ্রসহ সকল প্রকার সুযোগ-সুবিধা রয়েছে। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ মার্কেটটি চালু হয় ২০১৮ সালের ২৭ আগস্ট। বাংলাদেশ সরকার ও নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় একটি বেসরকারী সংস্থা এই মার্কেটটি প্রতিষ্ঠা করেছে। দেশের দক্ষিাঞ্চলের তিনটি জেলা খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার অন্তত চারটি উপজেলার মাছ চাষী, সবজি চাষী ও দুগ্ধ খামারিরা ন্যায্যমূল্যে তাদের উৎপাদিত নির্ভেজাল পণ্য সামগ্রী এই বাজারে বিক্রি করতে পারেন। ন্যায্য মূল্য পেয়ে বিক্রেতারা খুশী হন। মার্কেটটিতে রয়েছে সিসি ক্যামেরা, নিরাপত্তা কর্মী। তাই কোন রকম ঝামেলা ছাড়াই ক্রেতা-বিক্রেতারা তাদের পণ্য ক্রয়-বিক্রয় করতে পারছেন। ব্যাংকিং সেবা চালু থাকায় কাছে নগদ টাকা না নিয়ে আসলেও তাদের চলে। ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করে পণ্যের মূল্য পরিশোধ করতে পারেন। প্রতিদিন সকাল থেকে এ বাজারে দুধ বিক্রেতারা আসেন। আর সবজি ও মাছ আসে প্রধানত বেলা ১১টার পর থেকে। ভিলেজ সুপার মার্কেটে মাছ বিক্রি করতে আসা ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের সাহস গ্রামের নারী উদ্যোক্তা রিতা রানী রায় চৌধুরী বলেন, তার মাছ, সবজি ও ডেয়ারি খামার রয়েছে। ওই খামারে উৎপাদিত পণ্য ভিলেজ সুপার মার্কেটে বিক্রি করে বেশ ভাল মূল্য পান। ডেয়ারি খামার ব্যবসায়ী দলের নেতা গোনালী গ্রামের বিকাশ কুমার মল্লিক বলেন, স্থানীয় অন্যান্য বাজারে বর্তমানে প্রতি লিটার দুধের মূল্য ৩৫ থেকে ৪০ টাকা। অথচ খামারিরা ভিলেজ সুপার মার্কেটের আড়ংয়ের দুধ সংগ্রহ কেন্দ্রে প্রতি লিটার দুধ ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি করছেন। তাছাড়া এখানকার দুধ মানসম্মত ও ভেজাল মুক্ত। ইতোমধ্যে এই মার্কেটটি ভেজালমুক্ত সবজি, মাছ ও দুধ বিক্রয় কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ হয়েছে। আড়ংয়ের দুধ সংগ্রহ কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ মনোয়ারুল হক বলেন, খামারিদের কাছ থেকে দুধের গুণাগুণ পরীক্ষা করে ভেজালমুক্ত দুধ কেনা হয়। সেটি শীতলীকরণ করে আড়ংয়ের কেন্দ্রীয় সংগ্রহ কেন্দ্রে পাঠানো হয়। ভেটেরিনারী সার্জন ডাঃ পাপিয়া সুলতানা বলেন, ভিলেজ সুপার মার্কেটটিতে রয়েছে ভ্যাটেরিনারী সার্জন। যিনি দুগ্ধ খামারিদের পরামর্শ এবং খামারের গাভীর চিকিৎসা সেবা দিয়ে থাকেন। স্থানীয় চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন সন্তোষ প্রকাশ করে বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষি ও মৎস্য সম্পদে ভরপুর খুলনা জেলায় এমন একটি বাজার প্রতিষ্ঠিত হওয়ায় এ অঞ্চলের মাছ ও সবজি চাষী এবং ডেয়ারি খামারিরা উপকৃত হচ্ছেন। তারা তাদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন। খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে স্থাপিত এই ভিলেজ মার্কেটটিতে ২০টি মাছ ক্রয় বিক্রয় কেন্দ্র, ১০টি সবজি ক্রয়-বিক্রয় কেন্দ্র, আড়ংয়ের দুধ সংগ্রহ কেন্দ্র রয়েছে। ভিলেজ সুপার মার্কেটের প্রকল্প সমন্বয়কারী মোঃ ইকবাল হোসেন বলেন, খুলনা জেলার ডুমুরিয়া, সাতক্ষীরা জেলার তালা, যশোর জেলার কেশবপুর ও মনিরামপুর উপজেলার মাছ, সবজি চাষী ও ডেয়ারি খামারিরা এই প্রকল্পের সুবিধাভোগী। তারা তাদের উৎপাদিত মাছ, সবজি ও দুধ এই মার্কেটে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন। এখানে নগদ টাকা সঙ্গে আনারও প্রয়োজন হয় না। ব্যাংক এশিয়ার এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে দাম দিতে পারেন। -অমল সাহা, খুলনা অফিস থেকে
×