ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘মুক্তিযুদ্ধ গ্যালারি’র উদ্বোধন

প্রকাশিত: ০৮:০৬, ২১ মার্চ ২০২০

 ‘মুক্তিযুদ্ধ গ্যালারি’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ গ্যালারিতে স্থান পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ছবি, মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন ছবি। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ঢাকার জাগরণী টিভি অফিসে ‘মুক্তিযুদ্ধ গ্যালারি’ উদ্বোধন করা হয়। জাগরণী টিভির পরিচালনা পর্ষদের উদ্যোগে ১১ ধরে গ্যালারিটি তৈরি করা হয়েছে। এ চ্যানেলের মগবাজার অফিসে (রাজ্জাক প্লাজা) এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গ্যালারি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা। এ সময় উপস্থিত ছিলেন জাগরণী টিভির ব্যবস্থাপনা পরিচালক শুভ খান, ভাইস চেয়ারম্যান আলহাজ চাঁন মিয়াসহ আরও অনেকে। গ্যালারি উদ্বোধনের সময় অতিথিরা বলেন, দেশের কোন টিভি চ্যানেলে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে এ ধরনের ছবির গ্যালারি বিরল। নতুন প্রজন্ম, মুক্তিযুদ্ধ এবং আমাদের দেশপ্রেম এই গ্যালারির প্রধান আকর্ষণ।
×