ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় নাটকের শূটিং বন্ধ!

প্রকাশিত: ০৮:০৬, ২১ মার্চ ২০২০

 করোনায় নাটকের  শূটিং বন্ধ!

স্টাফ রিপোর্টার ॥ বর্তমানে করোনা আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব। এখন পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত বেশ কয়েকজন রোগী শনাক্ত করা হয়েছে। এরইমধ্যে একজনের মৃত্যুও ঘটেছে। রাষ্ট্রীয় ঘোষণায় স্কুল-কলেজ বন্ধ করা হয়েছে। বন্ধ হয়েছে সিনেমা হলও। এবার বন্ধ হলো নাটকের শুটিং। ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রোগ্রাম প্রডিউসারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি ইরেশ যাকের। তিনি বলেন, ৩১ মার্চ পর্যন্ত নাটকের শুটিং বন্ধ রাখা হবে। সম্প্রতি অনুষ্ঠিত টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে উপস্থিত ছিলেন- টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, সভাপতি ইরেশ যাকের, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক প্রমুখ।
×