ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই ধারাবাহিকে অ্যানি খান

প্রকাশিত: ০৮:০৫, ২১ মার্চ ২০২০

 দুই ধারাবাহিকে  অ্যানি খান

সংস্কৃতি ডেস্ক ॥ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অ্যানি খান। আগামী ঈদ-উল-ফিতরের জন্য এরইমধ্যে সাত পর্বের দুটি ধারাবাহিক নাটকের কাজ শেষ করেছেন। যেখানে অন্য অভিনেত্রীরা পহেলা বৈশাখের জন্য বিশেষ বিশেষ নাটকের কাজ নিয়ে মূলত ব্যস্ত ছিলেন, সেখানে অ্যানি খান দুটি সাত পর্বের ঈদ ধারাবাহিকের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। ঈদ ধারাবাহিক দু’টি হলো ‘জামাই হতে সাবধান’ ও ‘ফাইস্যা গেছে বাপ বেটা’। নাটক দুটি যথাক্রমে পরিচালনা করেছেন মাহমুদ হাসান ও সোহেল তালুকাদর। এরইমধ্যে রাজধানী ও রাজধানীর আশপাশের বিভিন্ন লোকেশনে দুটি ঈদ ধারাবাহিকের দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। এ প্রসঙ্গে অ্যানি খান বলেন ঈদের জন্য যে দু’টি ঈদ ধারাবাহিকে অভিনয় করেছি দু’টি নাটকই কমেডি ঘরানার নাটক। দু’টি নাটকেই আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। দু’জন নির্মাতাই বেশ যত্ন নিয়ে নাটক দু’টি নির্মাণ করেছেন। আশা করছি দর্শক ঈদের ছুটিতে নাটক দুটি বেশ আনন্দ নিয়ে উপভোগ করবেন। ঈদ নাটকের কাজ করার পাশাপাশি অ্যানি খান তিনটি ধারাবাহিকে অভিনয় করছেন। ফরিদুল হাসানের ‘ফরেন ভিলেজ’, দোদুলের ‘স্বপ্ন আড্ডা’ ও হারুনের ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। ‘ফরেন ভিলেজ’ শীঘ্রই বাংলাভিশনে প্রচারে আসবে। ‘স্বপ্ন আড্ডা’ বৈশাখী টিভিতে ও ‘ইষ্টি কুটুম’ একুশে টিভিতে প্রচার হচ্ছে। গেল বছর বাবা দিবসে অ্যানি খানকে সর্বশেষ একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা যায়। এরপর আর নতুন কোন বিজ্ঞাপনে তাকে দেখা যায়নি। তবে আবুল হায়াত ও চঞ্চল চৌধুরীর সঙ্গে তারিক আনাম খানের নির্দেশনায় একটি ঢেউটিনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে অ্যানি খান সবচেয়ে বেশি আলোচনায় আসেন। আজ থেকে এক দশকেরও বেশি সময় আগে তিনি এই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এদিকে আজ অ্যানি খানের জন্মদিন। অ্যানি খান বলেন, জন্মদিন নিয়ে আগামী যতদিন বেঁচে থাকবেন ততদিন জন্মদিনে আর বিশেষ কোন আয়োজন থাকবে না। জন্মদিন এবং দুটি ঈদ ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে অ্যানি খান বলেন, জন্মদিন আর কোনদিন উদযাপন করব না, এটাই আমার জন্মদিনের প্রতিজ্ঞা। আমার জন্মদিনকে ঘিরে কোন কেকও কাটা হবে না। যতদিন বেঁচে থাকব এভাবেই অন্য আর সাধারণ দিনের মতোই কাটবে আমার জন্মদিন। আর এর বাইরে আসলে ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ কিছু বলারও পক্ষপাতি নই আমি। আমি একজন অভিনয়শিল্পী। আমি চাই আমার অভিনয় জীবন সম্পর্কেই আমার ভক্ত দর্শকেরা জানুক।
×