ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতির উদ্দেশে ভাষণ

ভারতে মোদি ডাকলেন ‘জনতার কারফিউ’

প্রকাশিত: ১২:২৭, ২০ মার্চ ২০২০

ভারতে মোদি ডাকলেন ‘জনতার কারফিউ’

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশজুড়ে উদ্বেগের প্রেক্ষাপটে জাতির উদ্দেশে ভাষণে রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কারফিউ পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় কাউকে ঘরের বাইরে না বেরনোর আর্জি জানিয়েছেন তিনি। বলেছেন, ‘ধৈর্য ধরুন, সজাগ থাকুন, সচেনতন থাকুন’। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার। ৬০-৬৫ বছর বয়সীদেরও ঘর থেকে না বেরোনোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে তিনি বলেন, ‘আগামী কয়েক সপ্তাহ খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। আমাকে কয়েক সপ্তাহ সময় দিন।’ ভারতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৭০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন পাঞ্জাবে। এ ছাড়া দেশজুড়ে মোট আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতেই জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। করোনাভাইরাস মোকাবেলায় সরকারের পক্ষ থেকে নতুন কোন পদক্ষেপের কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেন কি না, তা জানার জন্য মুখিয়ে ছিল ভারতবাসী। ভাষণে মোদি আরও বলেছেন, ‘একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। মানব সভ্যতা এখন সঙ্কটে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও দেশ অনেক বেশি করোনাভাইরাসের গ্রাসে পড়েছে। দু’টি বিশ্বযুদ্ধেও এত দেশ জড়িয়ে পড়েনি। বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ পরিস্থিতি। গভীর সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। আজ আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমরা নিজেরা সংক্রামণ থেকে বাঁচব, অন্যদেরও বাঁচাব। এর জন্য দেশবাসীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু মানুষকে আইসোলেশনে রেখে পরিস্থিতির মোকাবেলা করা হচ্ছে। আমাদের সবার উচিত সতর্ক থাকা, আপনারা এ দিক সে দিক ঘুরে বেড়াবেন, আর করোনা থেকে বাঁচবেন, এটা সম্ভব নয়। তিনি আরও বলেন, ‘আপনাদের আগামী কয়েক সপ্তাহ আমি চাই। আজ ১৩০ কোটি দেশবাসীর কাছে কিছু চাইতে এসেছি। আপনাদের কাছে যখনই কিছু চেয়েছি, আপনারা নিরাশ করেননি। ফলে দেশবাসীর সজাগ ও সতর্ক থাকা প্রয়োজন।
×