ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ার্নের কোম্পানিতে মদের বদলে হ্যান্ড স্যানিটাইজার

প্রকাশিত: ১২:২৬, ২০ মার্চ ২০২০

ওয়ার্নের কোম্পানিতে মদের বদলে হ্যান্ড স্যানিটাইজার

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বেই ভয়াবহ রূপ নিয়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশ্বস্বাস্থ্য সংস্থাও তাই এটিকে বিশ্বমহামারী ঘোষণা করে জরুরী সতর্কাবস্থা জারি করেছে। এই ভাইরাস সংক্রমণের প্রভাব থেকে নিজেকে রক্ষার অন্যতম উপায় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা। নিজেকে জীবাণুমুক্ত রাখতে চিকিৎসকরা ঘনঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এ কারণে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের মদ প্রস্তুতকারক কোম্পানি আপাতত ‘জিন’ প্রস্তুতি বন্ধ রেখে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করার ঘোষণা দিয়েছে। ওয়ার্ন জানিয়েছেন, এই মুহূর্তে অস্ট্রেলিয়াবাসীর ‘জিনের’ চেয়ে বেশি জরুরী হ্যান্ড স্যানিটাইজার। তাই পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত তার প্রতিষ্ঠানে আর ‘সেভেন জিরো এইট জিন’ নামক মদ প্রস্তুত হবে না। চলতে থাকবে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতি। বিশ্বের সবগুলো দেশই এখন লড়াই চালিয়ে যাচ্ছে করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে। প্রাণপণ এ লড়াইয়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে চান ওয়ার্নও। এ কারণে নিজের জিন প্রস্তুতকারক কোম্পানিতে মদের পরিবর্তে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতির ঘোষণা দিয়েছেন তিনি। ওয়ার্ন এ বিষয়ে বলেন, ‘অস্ট্রেলিয়াবাসীর জন্য এটা খুবই চ্যালেঞ্জিং সময়। আমাদের স্বাস্থ্যসেবা পদ্ধতির সহায়তা দিতে আমরা যা করতে পারি সেটাই এখন করা প্রয়োজন এবং চেষ্টা করা দরকার জীবন বাঁচানোর।’ প্রতিষ্ঠানটি পশ্চিম অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস চিকিৎসার জন্য দায়িত্ব পাওয়া দু’টি হাসপাতালে যত বেশি প্রয়োজন ততটুকুই হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করার ঘোষণা দিয়েছে। ১৭ মার্চ থেকেই ‘সেভেন জিরো এইট জিন’ প্রস্তুত বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য শুধু হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করছে। ওয়ার্ন আশা প্রকাশ করেন, তার এই কোম্পানির দেখানো পথ অনুসরণ করে বাকিবারও উদ্বুদ্ধ হয়ে করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
×