ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক রিপোর্ট পেশ

প্রকাশিত: ১২:২৫, ২০ মার্চ ২০২০

রাষ্ট্রপতির কাছে  আইন কমিশনের  বার্ষিক রিপোর্ট পেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ আইন কমিশন বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে কমিশনের বার্ষিক রিপোর্ট-২০১৯ পেশ করেছে। রাষ্ট্রপতি এ সময়ে বর্তমান আইন আধুনিকায়ন ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আইনের যথাযথ ব্যবহার বাধ্যতামূলক। এতে বিচার প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে সহায়ক হবে। খবর বাসসর। রাষ্ট্রপতির প্রেস সচিব এম জয়নাল আবেদীন বলেন, আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন কমিশনের প্রতিনিধি দলটি বৈঠকে কমিশনের সার্বিক কর্মকা- এবং রিপোর্টের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বৈঠকে রাষ্ট্রপতিকে অবহিত করা হয় যে, আইন কমিশন ‘দ্য এভিডেন্স এ্যাক্ট ১৮৭২ এবং দ্য কোড অব সিভিল প্রসিডিউর ১৯০৮’ আধুনিকায়ন ও সময়োপযোগী করতে কাজ করছে। আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবির এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।
×