ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর খেলা না হলে লা লিগায় চ্যাম্পিয়ন হতে পারে বার্সিলোনা

মে মাসে শুরু হবে ইতালিয়ান সিরি’এ

প্রকাশিত: ১২:২৫, ২০ মার্চ ২০২০

মে মাসে শুরু হবে ইতালিয়ান সিরি’এ

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে মাঝপথে বন্ধ হয়ে গেছে ইউরোপের সব লীগের খেলা। এখন যে অবস্থা তাতে খেলা ফের শুরু হবে কিনা সন্দেহ। বর্তমানে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালিতে। এরপরও দেশটির সিরি’এ লীগ আগামী মে মাসে শুরু করতে আশাবাদী বলে জানিয়েছেন লীগের কর্তাব্যক্তিরা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লীগের মতো স্প্যানিশ লা লিগাতেও আর খেলা না হলে শীর্ষে থাকা বার্সিলোনা চ্যাম্পিয়ন হতে পারে বলে আভাস মিলেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, আগামী ২ মে থেকে সিরি’এ ফের শুরু করতে আশাবাদ ব্যক্ত করেছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা। আর শুরু করতে পারলে জুলাইয়ে লীগ শেষ করার সম্ভাবনাও দেখছেন তিনি। ইতালিয়ান ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাডাফোরাও গ্রাভিনার এই অনুমানকে সমর্থন দিয়েছেন। করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় ইতালিতে সবধরনের ক্রীড়া আসর আগামী ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যেই কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ইতালিতে ২৯৭৮ জনেরও বেশি মৃত্যু হয়েছে। উয়েফার সিদ্ধান্তে ইউরো ২০২০ এক বছর পিছিয়ে দেয়া হয়েছে। লীগ শুরু প্রসঙ্গে সাক্ষাতকারে গ্রাভিনা বলেন, আমরা লীগ শুরু করতে পারব না এই বিষয়টি নিয়ে আমি একেবারেই ভাবছি না। পরিস্থিতি বিচারে আপাতত বন্ধ রয়েছে। এটা পুরো দেশের জন্যই শঙ্কার কারণ। এক্ষেত্রে অনুমানের ওপর ভিত্তি করে আমি বলতে পারি হয়তো ২ মে থেকে লীগ শুরু করা যেতে পারে। এফআইজিসি সভাপতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২১ পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি আরও বলেন, এই পরিস্থিতির জন্য কেউই প্রস্তুত ছিল না। উয়েফারও এখন উচিত চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগের মডেল পুনঃনির্ধারণ করা। আমাদের হয়তো লীগের ফরমেটে পরিবর্তন আনতে হতে পারে। আমরা কাউকে শাস্তি দিতে পারি না। সিরি’এ লীগে ২০১৯-২০ মৌসুমে আটটি দলের ১৩টি করে এবং বাকিদের ১২টি করে ম্যাচ বাকি আছে। এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপ এক বছর পিছিয়ে দেয়ায় সব ঘরোয়া লীগ ৩০ জুনের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সময় বাড়লেও করোনাভাইরাসের প্রভাবে লীগ এই সময়েও শেষ করা সম্ভব হবে কিনা তা নিয়ে অনেকে সন্দিহান। তেমনি সংশয় জানিয়েছেন স্প্যানিশ ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি লুইস রুবিয়ালেস। যদি খেলা শেষ করা সম্ভব না হয় তাহলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সিলোনাকে চ্যাম্পিয়ন না করার ইঙ্গিত দিয়েছেন তিনি। ইংল্যান্ডে যেমন শোনা যাচ্ছে প্রিমিয়ার লীগ শেষ করা সম্ভব না হলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ২১ পয়েন্টে এগিয়ে শীর্ষে থাকা লিভারপুলকে। স্প্যানিশ লীগেও কি একই পদ্ধতি অনুসরণ করা হবে? এখনও লা লিগায় দলগুলোর বাকি ১১টি করে ম্যাচ। ২৭ রাউন্ড শেষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে বার্সিলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর, লীগ আর শুরু করা সম্ভব না হলে বতর্মান চ্যাম্পিয়ন বার্সাকেই শিরোপা দেয়া হবে। যদিও স্প্যানিশ ফুটবলের প্রধান রুবিয়ালেস জানিয়েছেন অন্য তথ্য। লীগ টেবিলের বর্তমান পরিস্থিতিতে মৌসুম শেষ করতে বাধ্য হলে কোন সিদ্ধান্তে আসাটা ‘অন্যায়’ হবে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে রুবিয়ালেস বলেন, অন্য সময়ের মতো ২০১৯-২০ মৌসুমও শেষ হবে একই নিয়মে, কোন কিছু বদলাবে না। যদিও এবারের পরিস্থিতি অন্যরকম। অন্য সবার মতো আমিও নিশ্চিত করে বলতে পারছি না ৩০ জুনের মধ্যে প্রতিযোগিতা শেষ করতে পারব। তবে লীগ টেবিলের বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে প্রতিযোগিতা শেষ করাটা হবে অন্যায়।
×