ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খুমেক হাসপাতাল

জ্বর নিয়ে আসা রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

প্রকাশিত: ১২:১৬, ২০ মার্চ ২০২০

 জ্বর নিয়ে আসা  রোগীর মৃত্যু,  চিকিৎসায়  অবহেলার  অভিযোগ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ করোনাভাইরাস সন্দেহে জ্বর নিয়ে চিকিৎসা নিতে আসা বাবুল চৌধুরী (৪০) নামে এক রোগী খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে মারা গেছেন। মৃত বাবুল চৌধুরীর বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলা এলাকায়। চিকিৎসা অবহেলায় তিনি মারা গেছেন বলে স্বজনদের অভিযোগ। এ ব্যাপারে খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, তিনি এ বিষয়ে খোঁজ নিয়েছেন। ওই রোগী করোনায় আক্রান্ত ছিলেন না। তার অন্য সমস্যা ছিল বলে তিনি মারা গেছেন। রোগীর স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাবুল চৌধুরীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে বহির্বিভাগ থেকে চিকিৎসা করিয়ে আনতে বলেন। কিন্তু বহির্বিভাগ থেকে তাকে কোন চিকিৎসা দেয়া হয়নি।
×