ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিজের জন্য ‘বাড়তি ব্যবস্থা চান না’ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:০৩, ২০ মার্চ ২০২০

নিজের জন্য ‘বাড়তি  ব্যবস্থা চান না’  প্রধানমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নোভেল করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জন্য ‘বাড়তি কোন ব্যবস্থা চান না’ বলে তার মুখ্য সচিব জানিয়েছেন। করোনাভাইরাস মোকাবেলা নিয়ে বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তার মুখ্য সচিব আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীকে নিয়ে ওই কথা বলেন। খবর বিডিনিউজের। তিনি বলেন, সকালে (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় উপস্থিত হয়েছিলেন। আমাদের সকলেরই এক ধরনের উৎকণ্ঠা ছিল যে, প্রধানমন্ত্রীকে আমরা ঠিকমতো সুরক্ষিত করতে পারছি কি না। প্রধানমন্ত্রী একজন নেতা হিসেবে, বিশ্বনেতা হিসেবে যেটুকু উনার মতামত সেটা হচ্ছে যে, জাতি যেখানে আছে সেখানে আমাকে আলাদাভাবে সুরক্ষিত করার কোন দরকার নেই। আমি সবার সঙ্গেই আছি। অর্থাৎ এই রকম একটি গাইডলাইন নিয়ে কিন্তু আমরা চলছি। এই রকম সাহস নিয়ে আমরা চলছি। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়াসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×