ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সব ধরনের ধর্মীয় সভা সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত: ১১:২৮, ২০ মার্চ ২০২০

সব ধরনের ধর্মীয় সভা সমাবেশ নিষিদ্ধ

বিশেষ প্রতিনিধি ॥ প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ঢাকাসহ সারাদেশে ওয়াজ মহফিল, তীর্থযাত্রাসহ সকল ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সভা-সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকেল ৪টায় মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের কেন্দ্রীয় প্রশাসন এই নির্দেশ দিয়েছে। করোনাভাইরাস থেকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই কনফারেন্সের আয়োজন করা হয়। কনফারেন্সে মাঠ পর্যায়ের প্রশাসনকে নির্দেশ দিয়ে বলা হয়, সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ। ধর্মীয় বা অন্য যে কোন ধরনের জমায়েত বন্ধ। এটা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। যে কোনভাবে সব ধরনের সমাবেশ বা জমায়েত বন্ধ রাখতে হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের নেতৃত্বে এই ভিডিও কনফারেন্স করা হচ্ছে। ওড়াকান্দির মেলা স্থগিত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুরের ঐতিহ্যবাহী মহাবারুনীর মেলা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেলার প্রস্তুতি ও করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আয়োজিত যৌথ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়। কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান, ঠাকুর পরিবারের সদস্য ও মেলা প্রস্তুতি কমিটির সভাপতি সুব্রত ঠাকুর হিল্টু সেখানে উপস্থিত ছিলেন। সুব্রত ঠাকুর বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করেছে। সারা বিশ্ব এ ভাইরাস নিয়ে আতঙ্কিত। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০০ বছরের মহাবারুনীর মেলাসহ আনুষঙ্গিক সবকিছু এ বছর স্থগিত করা হলো।
×