ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সব পণ্যের মজুদ পর্যাপ্ত

চালের বাজারে অস্থিরতা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ১১:২৮, ২০ মার্চ ২০২০

চালের বাজারে অস্থিরতা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জনকণ্ঠ ডেস্ক ॥ বিভিন্ন জেলা-উপজেলা এবং গ্রাম-গঞ্জে হঠাৎ করে চালের বাজার অস্থির হয়ে উঠেছে। অসাধু ব্যবসায়ীরা ইতোমধ্যে কেজিপ্রতি তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত চালের দাম বাড়িয়ে দিয়েছে। এই দুর্নীতিবাজ ব্যবসায়ীদের শায়েস্তা করতে কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল-জরিমানা দিতে শুরু করেছে। এছাড়া, উত্তরাঞ্চলসহ দেশের অন্যান্য জেলা থেকেও আলু এবং নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। অথচ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, উত্তরের জেলা নীলফামারীর বিভিন্ন বাজারে হঠাৎ চালের দাম বেড়েছে। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা সব ধরনের সেদ্ধ চালের দাম কেজিপ্রতি ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বাড়িয়েছেন। গত দুদিনে এ দাম বাড়ান তারা। হঠাৎ এভাবে দাম বাড়িয়ে দেয়া কিংবা ভোক্তাদের বাড়তি কেনার প্রবণতা কোনটিই যৌক্তিক নয় বলে মনে করছেন সংশ্নিষ্টরা। চালের দাম বৃদ্ধির অভিযোগে জেলা প্রশাসনের পক্ষে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এদিকে জেলার বাজারগুলোতে শুধু চাল নয়, আলুর দামও বেড়েছে। চাল বিক্রেতারা দাবি করেছেন, হঠাৎ করে ক্রেতারা অতিরিক্ত চাল কিনে মজুদ করছেন। এর ফলে পাইকারি বাজারে বাড়তি চাহিদায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এটা স্থায়ী হবে না। বাজারে চাহিদা কমে গেলে দাম স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন তারা। অতিরিক্ত দামে চাল বিক্রির দায়ে নীলফামারীর ছয় চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি টিম বড় বাজারে অভিযান চালিয়ে এসব ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে সর্তক করে দেয়। রাজশাহীর মাঠে ভ্রাম্যমাণ আদালত স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, করোনা পরিস্থিতিকে পুঁজি করে রাজশাহীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে নগরীর সাহেব বাজার এলাকায় চালের দাম বাড়তি নেয়ায় এক ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নগরীর বিভিন্ন চালের আড়তে অভিযানে নেতৃত্ব দেন এডিএম আবু আসলাম। সকাল ১০টার দিকে রাজশাহী নগরীতে বাজার পরিস্থিতি দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামে নেতৃত্বে মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নগরীর সাহেব বাজারে চালের বিভিন্ন আড়ত ঘুরে ঘুরে দাম যাচাই করেন। কিন্তু নির্ধারিত বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত দামে চাল বিক্রির অভিযোগে শাহ মখদুম রাইস এজেন্সিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সাভারে তিন ব্যবসায়ীকে জরিমানা সংবাদদাতা সাভার থেকে জানান, করোনার আতঙ্ককে পুঁজি করে চালের দাম বৃদ্ধি করার দায়ে সাভারে তিন চাল ব্যবসায়ীকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার দক্ষিণ নামা বাজারে সাভার উপজেলা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
×