ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইতালি ফেরত সেই সাতজনকে কাপাসিয়া স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তর

প্রকাশিত: ১১:২৭, ২০ মার্চ ২০২০

ইতালি ফেরত সেই সাতজনকে কাপাসিয়া স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তর

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ রাজধানীর উত্তরাস্থ কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার পর করোনাভাইরাস নেগেটিভ হওয়ায় ইতালি ফেরত সাতজনকে বুধবার রাতে কাপাসিয়া উপজেলার পাবুর ১০ শয্যার মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এরআগে ওই সাতজনসহ আটজনকে গাজীপুর থেকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছিল। সেখানে তাদের মধ্যে একজনের দেহে করোনাভাইরাস পজিটিভ হয়। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম সরকার জানান, গত ১৪ মার্চ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইতালি ফেরত ৪৪ জনকে গাজীপুর মহানগরীর মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছিল। পরে আটজনের গায়ে জ¦র অনুভূত হওয়ায় তাদের অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য উত্তরাস্থ কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। তাদের মধ্যে একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত (পজিটিভ) হয়। অন্য সাতজনের দেহে ওই জীবাণুর উপস্থিতি নেগেটিভ হয়। পরে কোয়ারেন্টাইনের নিয়মানুযায়ী (ন্যূনতম ১৪ দিন) এ সাতজনকে অধিকতর পর্যবেক্ষণের জন্য বুধবার মধ্যরাতে কাপাসিয়ার পাবুর ১০ শয্যার মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা জানান, এছাড়াও বুধবার পর্যন্ত কাপাসিয়া উপজেলায় বিদেশ ফেরত ছয়জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
×