ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোয়ারেন্টাইনে নয়, শিক্ষা মন্ত্রণালয়ের বিদেশ ফেরতরা অফিস করছেন

প্রকাশিত: ১১:২৩, ২০ মার্চ ২০২০

কোয়ারেন্টাইনে নয়, শিক্ষা মন্ত্রণালয়ের বিদেশ ফেরতরা অফিস করছেন

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে শিক্ষক- কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সাময়িক স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। চলমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদেশ ভ্রমণকে ‘মারাত্মক ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক’ উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও এর অধীন সকল অধিদফতর, দফতর, সংস্থাকে বিদেশ ভ্রমণের অনুমতি না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে গত কয়েকদিনে বিদেশ থেকে এসেও শিক্ষা মন্ত্রণালয়ের অন্তত ১১ কর্মকর্তার হোম কোয়ারেন্টাইনে না গিয়েও অফিস করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন অধিদফতর, দফতর, সংস্থা থেকে প্রতিনিয়তই বিদেশ ভ্রমণের অনুমতি (সরকারী ও ব্যক্তিগত) প্রদানের জন্য প্রস্তাব পাঠানো হয়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে (কোভিড-১৯) বিদেশ ভ্রমণ মারাত্মক ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। এমতাবস্থায় অধীন অধিদফতর, দফতর, সংস্থাকে বিদেশ ভ্রমণের অনুমতি দেয়া সংক্রান্ত প্রস্তাব আপাতত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ বিভাগে প্রেরণ না করার অনুরোধ করা হলো। এদিকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন শিক্ষা প্রকৌশল অধিদফতরের বেশ কয়েকজন বিদেশ ফেরত কর্মকর্তার হোম কোয়ারেন্টাইনে না থাকার ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বিদেশ থেকে এসেও তাদের অধিকাংশই অফিস করছেন বলে অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিদেশ থেকে যারাই আসছেন তাদের সবাইকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু গত ৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের ১২ সদস্যের একটি দল ১০ দিনের প্রশিক্ষণ শেষে কানাডার টরেন্টো থেকে দেশে ফেরেন। তাদের মধ্যে একজন বাদে বাকি ১১ জন নিয়মিত অফিস করেছেন। যাদের মধ্যে আছেন বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জয়েন্ট চীফ (পরিকল্পনা), একটি সংস্থার পরিচালক ও প্রকল্প পরিচালক। করোনায় এইচএসসি পরীক্ষা নিয়ে ভাবনা করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে কিনা তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। এরই মধ্যে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করতে শিক্ষা মন্ত্রণালয় গঠিত জাতীয় আইনশৃঙ্খলা কমিটির সভা ডেকেও স্থগিত করা হয়েছে। তবে ইতোমধ্যে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করে ফেলেছে ঢাকা শিক্ষা বোর্ড। তৈরি হয়ে গেছে প্রশ্নপত্র, নির্ধারণ করা হয়েছে পরীক্ষা সেন্টারও। এমন পরস্থিতিতে নির্ধারিত তারিখে পরীক্ষা নাও হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পরীক্ষা পিছিয়ে দেয়ার কোন সিদ্ধান্ত হয়নি।
×