ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানবপাচার রোধে তিন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চুক্তি

প্রকাশিত: ১১:১৮, ২০ মার্চ ২০২০

মানবপাচার রোধে তিন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চুক্তি

স্টাফ রিপোর্টার ॥ মানবপাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে আন্তর্জাতিক তিনটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো এ পর্যন্ত পাচারের শিকার ৮শ’ ব্যক্তির পরিবারকে সহায়তা দেয়া, পুনর্প্রতিষ্ঠিতকরণ, পরিবারের বিপদাপন্নতা হ্রাস ও আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ৫ বছর মেয়াদে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশান-১ অবস্থিত আইওএম’র কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) বাংলাদেশ’র মধ্যে চুক্তিটি হয়। এই চুক্তিতে স্বাক্ষর করেন আইওএম বাংলাদেশের মিশন প্রধান ও বাংলাদেশ জাতিসংঘের অভিবাসন বিষয়ক নেটওয়ার্কের সমন্বয়ক গিওরগি গিগাওরি এবং কোরিয়া কোইকা বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর ইয়ংহা ডো।
×