ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫ সংসদীয় আসন ও চসিক নির্বাচন স্থগিতের দাবি বিএনপির

প্রকাশিত: ১১:১৫, ২০ মার্চ ২০২০

৫ সংসদীয় আসন ও চসিক নির্বাচন স্থগিতের দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-১০ আসনসহ ৫ সংসদীয় আসনের উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। এ ছাড়া করোনাভাইরাসের ক্ষতি থেকে রক্ষার লক্ষে আপাতত বিচারালয় বন্ধ ঘোষণা করার আহ্বান জানান তিনি। ফখরুল বলেন, বিদেশ ফেরত ৩০ জন বিচারক ইতোমধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সম্ভাব্য আরও ক্ষতি থেকে রক্ষা পেতে সাময়িক সময়ের জন্য বিচার কাজ বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, নির্বাচন কমিশন বলছে যে, ২১ তারিখে যে নির্বাচন আছে তা হবেই এবং ২৯ তারিখের নির্বাচনের বিষয়ে ২১ তারিখ সিদ্ধান্ত হবে। আমরা এটাকে একেবারেই একপেশে সিদ্ধান্ত মনে করি। আমরা নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাচ্ছি, কমিশন তাদের সিদ্ধান্তকে প্রত্যাহার করে জনগণের স্বার্থে, মানুষের বেঁচে থাকার স্বার্থে নির্বাচন আপাতত স্থগিত রাখবেন। পরবর্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে।
×