ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা রোধে সরকারকে সর্বোচ্চ পদক্ষেপ নেয়ার পরামর্শ ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ১১:১৫, ২০ মার্চ ২০২০

করোনা রোধে সরকারকে সর্বোচ্চ পদক্ষেপ নেয়ার পরামর্শ ওয়ার্কার্স পার্টির

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির দ্রুত অবনতিতে গভীর উৎকণ্ঠা এবং এ যাবত গৃহীত ব্যবস্থায় হতাশা ব্যক্ত করে ওয়ার্কার্স পার্টি বলছে, কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে নয়, সরকারকেই এ ব্যাপারে সর্বোচ্চ উদ্যোগ নিয়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটব্যুরোর বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে যেখানে মুজিববর্ষের অনুষ্ঠানাদি সীমিত করে দেয়া হয়েছে সেখানে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ তাদের অতি উৎসাহ ও উর্ধতন কর্তৃপক্ষকে সন্তুষ্ট রাখতে বিভিন্ন অনুষ্ঠান করে চলেছে। বিশ্বের সর্বত্র বিভিন্ন দেশে জরুরী অবস্থা ঘোষণা, কারফিউ জারি, ঘরে বসে কাজ করতে বলা হচ্ছে সেখানে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে দেখাতে এ ধরনের জরুরী কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।
×