ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ১১:১৩, ২০ মার্চ ২০২০

ঝলক

ডায়নোসরকে থামাল পুলিশ! করোনা জেরে ইউরোপের অধিকাংশ দেশ স্তব্ধ। সংক্রমণ এড়াতে ঘরবন্দী থাকছেন লোকজন। এই পরিস্থিতিতে স্পেনের মার্সিয়া এলাকার রাস্তায় ঘুরতে দেখা গেল এক ডায়নোসরকে। তাকে দেখে পথ আটকাল পুলিশ! ওই ঘটনার ভিডিও নিজেদের টুইটারে শেয়ার করেছে মার্সিয়া পুলিশ। যা ইতোমধ্যেই দেখা হয়েছে ৫০ লাখ বারের কাছাকাছি। সেই ভিডিওতে শোনা যাচ্ছে, ‘জুরাসিক পার্ক’ ছবির মিউজিকও। আসলে মার্সিয়ার রাস্তায় ঘুরে বেড়ানো ডায়নোসর একজন মানুষ। করোনা ভাইরাস থেকে বাঁচতে ডায়নোসরের পোশাক পরে রাস্তায় ঘুরছিলেন তিনি। তাকে দেখে পুলিশ সতর্ক করে। বাড়ি চলে যেতে বলে। ওই পোশাক নিয়ে জানানো হয়েছে, এই ধরনের পোশাক করোনা রুখতে সক্ষম নয়। যদিও করোনার আতঙ্কে প্রাণীর পোশাক পরে রাস্তায় বেড়ানোর ঘটনা এই প্রথম নয়। এর আগে চীনের এক নারী হাসপাতালে গিয়েছিলেন জিরাফের পোশাক পরে। -দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বজ্রপাতে ভয় পাওয়ায় বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বজ্রপাত হচ্ছে। প্রবল বজ্রপাতের জেরে ঘরের কোণে ঘাপটি মেরে বসে আছে পোষ্য কুকুরটি। ভয়ে সে কুঁকড়ে গেছে। বজ্রপাতের জেরে পোষ্যের ওই অবস্থা দেখে তার কাছে ছুটে যায় বাড়ির ছোট্ট শিশুটি। কুকুরটির ওই অবস্থা দেখে তার পাশে বসে গায়ে মাথায় হাত বোলাতে থাকে শিশুটি। জড়িয়ে ধরে আদর করে কুকুরটির ভয় দূর করার চেষ্টা করে সে। ওই ঘটনার ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতোমধ্যেই আট লাখের বেশি ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন। তাতে লাইক পড়েছে ৭০ হাজারের কাছাকাছি। -ইন্ডিয়া টাইমস
×