ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা মোকাবেলায় চিকিৎসকদের দায়িত্বই সর্বাধিক ॥ আল্লামা শফী

প্রকাশিত: ১১:১০, ২০ মার্চ ২০২০

করোনা মোকাবেলায় চিকিৎসকদের দায়িত্বই সর্বাধিক ॥ আল্লামা শফী

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসকদের ‘সর্বাধিক দায়িত্ব’ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী। এর আগে করোনা থেকে বাঁচতে সকলকে কুনুতে নাজেলা পড়াসহ শরিয়াহভিত্তিক পাঁচ পরামর্শ দিলেও বৃহস্পতিবার হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আনাস মাদানীর পাঠানো বিবৃতিতে ‘আমার চিকিৎসক ভাইদের ওপর’ সর্বোচ্চ আস্থা রেখেছেন হেফাজত আমির। করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে আহমদ শফী বলেছেন, এমন পরিস্থিতিতে সর্বাধিক দায়িত্ব বর্তায় আমার চিকিৎসক ভাইদের ওপর। আপনারাই সেবা ও সাহস দিয়ে জাতিকে সজাগ রাখতে পারেন। সচেতন করতে পারেন। বিগত দিনে বিভিন্ন দুর্যোগ মুহূর্তে আপনারা যারপরনাই সেবা দিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়েও কাজ করেছেন। রোগীর পাশে থেকে অবিরাম সেবা দিয়েছেন। করোনাভাইরাস বর্তমানে মহামারী রূপ নিয়েছে উল্লেখ করে শফী বলেন, বিশ্বব্যাপী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে আমাদের দেশেও এ ভাইরাস সংক্রমিত হয়েছে এবং অনেকে আক্রান্তও হয়েছেন। এমন মুহূর্তে ইসলামের নির্দেশনা হলো- যথাসম্ভব সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা। তবে হতাশ বা আতঙ্কিত হওয়া কখনই কাম্য নয়। এছাড়া মুসলিম কখনই বালা-মুসিবত দেখে আতঙ্কিত হতে পারে না। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, আমার বিনীত আবেদন হলো এই দুর্যোগ মুহূর্তে আপনারা অগ্রণী ভূমিকা রাখুন। মানব সেবায় এগিয়ে আসুন। সরকারী ব্যবস্থাপনা পর্যাপ্ত না হলে স্বেচ্ছায় বিকল্প উদ্যোগ নিন। বিভিন্ন উপায় উদ্ভাবন করুন। মানুষের মাঝে আশার আলো ছড়িয়ে দিন। হতাশা আর ভীতি সঞ্চারমূলক কর্মকা- থেকে আল্লাহর ওয়াস্তে বিরত থাকুন। রোগীকে সেবা প্রদান করা একজন ডাক্তারের নৈতিক দায়িত্ব উল্লেখ করে হেফাজতের আমির বলেন, আপনারা মানুষের মনোবল জাগ্রত করুন, সাহস সঞ্চার করুন এবং সতর্কতার সঙ্গে আক্রান্তদের পাশে দাঁড়ান। সেবা দিন। এতে আল্লাহ খুশি হবেন। মানুষ আপনাদের সেবায় চিরঋণী হয়ে থাকবে।
×