ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে সূচক পতনের সব রাস্তা বন্ধে নতুন নির্দেশনা জারি

প্রকাশিত: ১১:০৮, ২০ মার্চ ২০২০

শেয়ারবাজারে সূচক পতনের সব রাস্তা বন্ধে নতুন নির্দেশনা জারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার দর ওঠানামা নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক নতুন নির্দেশনায় শেয়ারবাজারের পতনের সকল রাস্তা বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার বিএসইসি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। প্রাণঘাতী করোনার কারণে গত কয়েকদিনের ব্যাপক ধসের পরিপ্রেক্ষিতে বিএসইসি নতুন এই নির্দেশনা জারি করেছে। বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, যেকোন কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে সর্বশেষ ৫ কার্যদিবসের ওয়েটেড গড় ক্লোজিং দর দিয়ে, আর ওই দরের নিচে শেয়ারের দাম নামতে পারবে না। তবে দাম বাড়ার সীমা অপরিবর্তিত থাকবে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী, গ্রামীণফোনের বুধবার লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ২১৯.৫০ টাকায়। তবে সর্বশেষ ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের ওয়েটেড গড় ক্লোজিং দর দাঁড়ায় ২৩৫.৭০ টাকায়। এ হিসাবে শেয়ারটি লেনদেন শুরু হবে ২৩৫.৭০ টাকায়। কিন্তু ডিএসইর কারিগরি কারণে যেকোন কোম্পানির শেয়ার দরে উত্থান-পতনের সীমা ঠিক করে দিতে হয়। তাই গ্রামীণফোনের শেয়ারে কমপক্ষে ০.১ শতাংশ পতনের সীমা দিতে হবে। ফলে শেয়ারটি ২৩৫.৫০ টাকায় লেনদেন হওয়ার সুযোগ থাকবে। একইসঙ্গে শেয়ারটির দর আগামীতে ২৩৫.৫০ টাকার নিচে নামতে পারবে না। তবে আগের সার্কিট ব্রেকার অনুযায়ী দর বাড়তে পারবে। নির্দেশনা অনুযায়ী, লেনদেন শুরুর আগেই গ্রামীণফোনের শেয়ার দর ১৬.২০ টাকা বা ৭.৩৮ শতাংশ বেড়ে দাঁড়াচ্ছে ২৩৫.৭০ টাকা। গ্রামীণফোনের মতো দেশের প্রায় সব কোম্পানির শেয়ারের চিত্র প্রায় একইরকম। যাতে লেনদেন শুরুর আগেই প্রায় সব কোম্পানির শেয়ার দরে উত্থান হবে। ফলে মূল্যসূচকে বড় উত্থান ঘটবে। একইসঙ্গে ডিএসইর ৩৬০৪ পয়েন্টের নিচে যাওয়ার পথ বন্ধ হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান বলেন, সব কোম্পানির শেয়ার দর শুরু হবে সর্বশেষ ৫ কার্যদিবসের ওয়েটেড গড় ক্লোজিং দর দিয়ে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গড় দরের নিচে শেয়ার নামতে পারবে না। তবে আগের নিয়ম অনুযায়ী শেয়ার দর বাড়বে। এছাড়া সর্বশেষ ৫ কার্যদিবসের ওয়েটেড গড় দরের উপরে শেয়ার ওঠানামা করতে পারবে। উদাহরণ স্বরূপ-গ্রামীণফোন সর্বশেষ ৫ কার্যদিবসের ওয়েটেড গড় ক্লোজিং ২৩৫.৭০ টাকা নিয়ে লেনদেন শুরু হয়ে প্রথম দিন যদি বাড়ে ১৫ টাকা। তখন শুধুমাত্র ওই ১৫ টাকাই কমার সুযোগ থাকবে। তবে নিয়মিত দর বাড়ার সুযোগ আছে।
×