ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৯:৪২, ২০ মার্চ ২০২০

তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে মূল্য তালিকা না রাখা ও ভোজ্য পণ্যের অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখান বাজারে ভ্রাম্যমাণ আদলতে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ। অভিযানে সিরাজদিখান বাজারের রামকৃষ্ণ ভা-ারের মালিক রামকৃষ্ণ দাসকে ১০ হাজার, ব্রুজ গোপাল স্টোরের মালিক শ্যামল কুমার দাসকে ১০ হাজার, বাচ্চু মিয়া স্টোরের মালিক বাচ্চু মিয়াকে ১০ হাজারসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। শিক্ষকের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৯ মার্চ ॥ স্কুলছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার চাঞ্চল্যকর মামলায় মানিক মিয়া (৩২) নামে এক শিক্ষককে যাবজ্জীবনসহ একাধিক মেয়াদে সশ্রম কারাদ- দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে একমাত্র আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোঃ আখতারুজ্জামান। সাজাপ্রাপ্ত মানিক সদর উপজেলার ডোবারচর দক্ষিণপাড়ার মৃত হায়দার আলীর ছেলে ও স্থানীয় মডেল একাডেমির প্রধান শিক্ষক। উল্লেখ্য, ২০১৬ সালের ২১ অক্টোবর সদর উপজেলার ডোবারচর মডেল একাডেমির প্রধান শিক্ষক মানিক মিয়া অতিরিক্ত কোচিংয়ের কথা বলে ফুঁসলিয়ে একই স্কুলের পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে (১৩) তার অফিস কক্ষে নিয়ে ধর্ষণ করে।
×