ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাবেক ডিসির বিরুদ্ধে সাংবাদিক আরিফুলের মামলা

প্রকাশিত: ০৯:৪১, ২০ মার্চ ২০২০

সাবেক ডিসির বিরুদ্ধে সাংবাদিক আরিফুলের মামলা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নির্যাতনের ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় নিজে বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক আরিফুল। বৃহস্পতিবার বিকেলে আরিফুলের পক্ষে অভিযোগের কপি দাখিল করেন বাংলা ট্রিবিউন’র ঢাকার সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু। এ সময় তার আত্মীয়-স্বজন ও স্থানীয় সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। অভিযোগে ওই রাতের নির্মম নির্যাতনের বর্ণনাসহ সাবেক ডিসি সুলতানা পারভীন ও তিন সহকারী কমিশনারসহ অজ্ঞাত ৩৫-৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। স্বাস্থ্য সুরক্ষার দাবিতে রামেক ইন্টার্নদের তিন ঘণ্টা কর্মবিরতি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের ঝুঁকি মোকাবেলায় নিজেদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবিতে সাড়ে তিনঘণ্টা কর্মবিরতি পালন করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডাকে তারা কর্মবিরতিতে যান। আর পরিচালকের দাবি পূরণের আশ্বাস এবং তাৎক্ষণিকভাবে মাস্ক, হ্যান্ড গ্লাভস সরবরাহ করায় বেলা সাড়ে ১১টার দিকে তারা কাজে যোগ দেন। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হাসান বলেন, চিকিৎসকদের জন্য ন্যূনতম নিরাপত্তার কোন ব্যবস্থা করা হয়নি। তাই তারা কর্মবিরতি পালন করেন। পরে তাদের দাবি মানার আশ্বাস দিয়ে কিছু মাস্ক ও হ্যান্ড গ্লাভস সরবরাহ করে। এরপর ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দেন। তিনি বলেন, হাসপাতালে ২০০ ইন্টার্ন চিকিৎসক আছেন।
×