ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে হামলায় বড় ভাই নিহত

প্রকাশিত: ০৯:৪০, ২০ মার্চ ২০২০

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে হামলায় বড় ভাই নিহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে আব্দুস সাত্তার মোল্যা নামের এক ব্যক্তি ছোট ভাই গফুর মোল্যার হাতে খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটে বুধবার রাতে জেলার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে। রাত ১১টার দিকে গুরুতর আহত আব্দুস সাত্তার (৬০) মোল্যাকে শ্যামনগর থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় আব্দুর রাজ্জাক নামের একজনকে আটক করেছে পুলিশ। নিহত আব্দুস সাত্তার মোল্যা উপজেলার ধুমঘাট এলাকার ছবেদ মোল্যার ছেলে। আহতরা হলেন, আব্দুস সাত্তার মোল্যার ছোট ভাই রশিদ মোল্যা, রশিদ মোল্যার ছেলে এনামুল ও এনামুলের স্ত্রী আয়শা খাতুন। তারা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, গফুর মোল্যা, রশিদ মোল্যা ও সাত্তার মোল্যা আপন তিন ভাই। এর মধ্যে সাত্তার মোল্যা ও রশিদ মোল্যার সঙ্গে অপর ভাই গফুর মোল্যার জমি নিয়ে বিরোধ ছিল। এরই জেরে বুধবার সন্ধ্যায় গফুর মোল্যা বহিরাগত লোকজন ভাড়া করে এনে দা, রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুস সাত্তার মোল্যা ও রশিদ মোল্যার ওপর হামলা চালায়। এতে আব্দুস সাত্তার মোল্যা, তার ছোট ভাই রশিদ মোল্যা, রশিদ মোল্যার ছেলে এনামুল ও এনামুলের স্ত্রী আয়শা খাতুন আহত হয়। শাহরাস্তিতে পানিতে ডুবে দুইজনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৯ মার্চ ॥ চাঁদপুরের শাহরাস্তিতে পানিতে ডুবে শিশুসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলোÑ শিশু তাহসিন (২.৬) ও আবদুল হান্নান (৫২)। বৃহস্পতিবার উপজেলার দুই ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। তাহসিন উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের শিমুলিয়া গ্রামের পারভেজের ছেলে ও আবদুল হান্নান একই ইউনিয়নের দিগদাইর গ্রামের মৃত ছেলামত আলীর ছেলে। সীতাকুণ্ড নিজস্ব সংবাদদাতা সীতাকুণ্ড থেকে জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে আবু হিহামী মোহাম্মদ তাওফি (৩) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের মোহরী বাড়িতে এই শিশু মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার বাসিন্দা প্রবাসী সুমনের পুত্র।
×