ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৯:৩৯, ২০ মার্চ ২০২০

গাজীপুরে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় তিন হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ অভিযানে প্রায় ৩ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস লাইনের সংযোগও বিচ্ছিন্ন এবং বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, চুলা, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ এরশাদ মাহমুদ জানান, গাজীপুরের বিভিন্ন এলাকার অসাধু লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে অবৈধ লাইন সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে বিপজ্জকভাবে গ্যাস ব্যবহার করছে। এসব অবৈধ সংযোগের গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে ও গাজীপুরের (জোবিঅ-গাজীপুর) উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুরের শ্রীপুর উপজেলার গারো পাড়া, কেওয়া দক্ষিণ খণ্ড, শ্রীপুর এলাকায় ৩টি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন বাসা বাড়ির জন্য অবৈধভাবে স্থাপিত প্রায় ৩ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ স্থানীয় এক হাজার বাসার তিন হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৮শ’ মিটার পাইপ লাইন অপসারণ করা হয়। এ সময় চুলাসহ সরঞ্জামাদি জব্দ করা হয়।
×