ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৈয়দপুরে সরকারী জমি নিয়ে সংঘর্ষে আহত ১১

প্রকাশিত: ০৯:৩৮, ২০ মার্চ ২০২০

সৈয়দপুরে সরকারী জমি নিয়ে সংঘর্ষে আহত ১১

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার সৈয়দপুর উপজেলা শহরের গোলাহাট মহল্লায় সরকারী খাস খতিয়ানে ৪২ শতক জমি দখলে নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। বুধবার রাতে দুই কোটি টাকা মূল্যের এই জমি উভয়পক্ষ দখলে নেয়ার চেষ্টা চালালে তাদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১১ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে আটক করে। সৈয়দপুর পৌর ভূমি অফিস মতে, পৌর এলাকার গোলাহাট পুলিশ ফাঁড়ির ১০০ গজ দূরে কয়া মৌজার ৪৯৪৭ দাগের ৪২ শতক খাস জমি হিসেবে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ইতিপূর্বে দুই দফায় স্থানীয় দুটি প্রভাবশালী গ্রুপ এককভাবে গাছসহ উক্ত সম্পত্তি নিজেদের দখলে নেয়ার চেষ্টা চালায়। বুধবার রাতে একটি গ্রুপ দখলে নিতে গেলে অপর গ্রুপটি বাধা প্রদান করায় সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১১ জন আহত হয়। স্থানীয়রা আহতদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। এদের মধ্যে গুরুতর আহত আনোয়ার হোসেনকে (৩৮) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয়রা আরও জানান, লা-ওয়ারিশ খাস জমি দখলে নেয়ার প্রতিযোগিতায় উভয় গ্রুপের মধ্যে তিন দফায় সংঘর্ষ হয়।
×