ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুয়াকাটা পর্যটক শূন্য

প্রকাশিত: ০৯:৩৮, ২০ মার্চ ২০২০

কুয়াকাটা পর্যটক শূন্য

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৯ মার্চ ॥ কুয়াকাটায় বেড়াতে আসা অন্তত পাঁচ হাজার পর্যটক হোটেল ছেড়ে চলে গেছেন। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ পরিমাণ পর্যটক ফিরে যেতে বাধ্য হয়েছেন। করোনা প্রতিরোধে সরকারী সতর্ক নির্দেশনার পরে সকল হোটেল-মোটেল বন্ধ করে দেয়ায় পর্যটকরা ফিরে যেতে বাধ্য হয়েছেন। এছাড়া বৃহস্পতিবার ভোরে নতুন করে কুয়াকাটায় আসা প্রায় দুই শ’ পর্যটক ফিরে গেছেন। কুয়াকাটা এখন পর্যটক শূন্য হয়ে আছে। কোথাও নেই কোন পর্যটকের পদচারণা। এদিকে ২৫ এবং ২৬ মার্চসহ সারা মাসের অগ্রিম বিুকিং বাতিল হওয়ায় হোটেল-মোটেল মালিকরা চরম বিপাকে পড়েছেন। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, তাদের সংগঠনের সদস্যভুক্ত হোটেল রয়েছে ৫৬টি। এ কয়টিসহ শতাধিক হোটেলে অগ্রিম বুকিং-এর প্রায় অর্ধকোটি টাকা ফেরত দেয়া নিয়ে চরম বিপাকে পড়েছেন মালিকরা। এখন অধিকাংশ হোটেল-মোটেলে তালা ঝুলছে। খাগড়াছড়ি পার্বত্যাঞ্চল প্রতিনিধি খাগড়াছড়ি থেকে জানান, করোনাভাইরাস থেকে নিরাপদ রাখার স্বার্থে খাগড়াছড়িতে বিদেশী পর্যটকে নিষেধাজ্ঞা দিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। একই সঙ্গে দেশী পর্যটকদের খাগড়াছড়িতে ভ্রমণের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। এমনিতে করোনাভাইরাসের কারণে খাগড়াছড়িতে পর্যটকদের আসা অনেক আগে আশঙ্কাজনক অবস্থায় কমে গেছে। এ অবস্থায় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে জেলার হোটেল-মোটেল ও পরিবহন ব্যবসাীয়রা। নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে বলেন, করোনাভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসককে আহ্বায়ক ও সিভিল সার্জনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীর সকল বিনোদন কেন্দ্র ও পার্ক বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। জেলা প্রশাসক হামিদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সকল ইউএনওকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেয়া হয়। কুষ্টিয়া নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কুষ্টিয়ার দর্শনীয় সব স্থান, বিনোদন কেন্দ্র, পার্ক ও কমিউনিটি সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ওবায়দুর রহমান জানান, করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কায় জেলা প্রশাসন কুষ্টিয়ার দর্শনীয় স্থানসমূহ, বিনোদন কেন্দ্র, পার্ক ও কমিউনিটি সেন্টার বন্ধ ঘোষণা করছে। এ আদেশ অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে। খুলনা স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা এবং সব বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। যারা সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পটে অবস্থান করছেন তাদেরকে জরুরীভাবে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনসাধারণকে পর্যটন এলাকায় না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বশির আল মামুন বলেন, প্রধান বন সংরক্ষকের এক নির্দেশে সুন্দরবনে জনসমাগম বন্ধ করতে এ আদেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুন্দরবনে প্রবেশ না করার নির্দেশ দেয়া হয়েছে। নেত্রকোনা নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, পাহাড়ী জনপদ দুর্গাপুরে পর্যটকদের আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা খানম এ নিষেধাজ্ঞা জারি করেন। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম জানান, গারো পাহাড়ের পাদদেশ অবস্থিত দুর্গাপুরে দেশের বৃহৎ চিনামাটির খনি অবস্থিত। এছাড়া এ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বেশ কিছু পাহাড় এবং পাহাড়ী টিলা রয়েছে। চিনামাটির খনি, পাহাড়, টিলা, রানীখং খ্রীস্টান মিশন, বিরিশিরি ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, সোমেশ^রী নদীর বালিরাশিসহ বিভিন্ন গ্রামে বসবাসরত গারো, হাজং প্রভৃতি ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর জীবনধারা দেখতে প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক দর্শনার্থী দুর্গাপুর ভ্রমণ করেন। গোপালগঞ্জ নিজস্ব সংবাদদাতা গোপালগঞ্জ থেকে জানান, সকল প্রকার সভা, সেমিনার, লোক সমাগম, কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা তার সম্মেলন কক্ষে করোনা সংক্রান্ত এক জরুরী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। পাশাপাশি, কারও হাঁচি, কাশি বা সর্দি সমস্যা থাকলে তাদেরকে মসজিদ-মন্দিরে না গিয়ে বাড়িতে বসে ধর্মীয় ক্রিয়াকর্ম করার আহ্বান জানিয়েছেন। বরিশাল স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, করোনাভাইরাসের কারণে লোক সমাগমের অনুষ্ঠান না করার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী ও প্রায় সাড়ে চার শ’ বছরের পুরনো বার্থী তারা মায়ের মন্দিরের বার্ষিক পূজা অনুষ্ঠান। গাজীপুর স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, দেশে করোনার সংক্রমণ ঠেকাতে এবার বন্ধ ঘোষণা করা হলো দেশের অন্যতম বৃহত্তম বিনোদন কেন্দ্র গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক। শুক্রবার থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ পার্কে সব দর্শনার্থীর প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি পার্কটি পরিদর্শন করে এ বন্ধের সিদ্ধান্ত নেন। এ সময় প্রধান বন সংরক্ষক মোঃ শফিউল আলম চৌধুরী ও পার্কটির প্রকল্প পরিচালক জাহিদুল কবির উপস্থিত ছিলেন।
×