ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাল ঋণ উদ্বোধন

প্রকাশিত: ০৯:৩৭, ২০ মার্চ ২০২০

খাল ঋণ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৯ মার্চ ॥ ধামইরহাট উপজেলার ঘুকসী ও টুটিকাটা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আওতায় এলজিইডির টেকইসই ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে খাল পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে। ছয় কিলোমিটার ৬শ’ মিটার খাল দুটোর খনন করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৮৭ লাখ টাকা। এদিকে দীর্ঘদিন পর খাল দুটো পুনঃখনন কাজ শুরু হওয়ায় এলাকার হাজারো কৃষকের মাঝে সোনালি স্বপ্ন দোলা দিচ্ছে। জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ধামইরহাট বাজার ফুটবল মাঠের পাশে ঘুকসী খালের কাছে শ্মশানঘাটে এবং টুটিকাটা খালের খনন কাজ গাংরা ব্রিজের কাছে উদ্বোধন করা হয়। এসব খনন কাজ উদ্বোধন করেন, মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। মাস্ক বিক্রেতাকে জরিমানা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ করোনাভাইরাস ও বাজারের অস্থিতিশীল অবস্থা প্রতিরোধে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার আইনে- উপজেলার মাওয়া বাজারে রুবেল ইসলাম তহমিদের টেকনোলজি সার্ভস পয়েন্ট নামে মোবাইলের দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে মাস্ক বিক্রির অপরাধে তার ভাই মোঃ নবিন হাসানকে ২ হাজার টাকা এবং একই বাজারের একটি মুদি দোকানে অতিরিক্ত দামে চালসহ অন্যান্য দ্রব্য সামগ্রী বিক্রি করার অপরাধে মোঃ ফিরোজ শেখকে ৫ হাজার টাকা, হলদয়া বাজারের মোঃ রফিককে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
×