ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফটিকছড়িতে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৯:৩৫, ২০ মার্চ ২০২০

ফটিকছড়িতে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১৯ মার্চ ॥ উপজেলার খিরাম ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে কতিপয় সন্ত্রাসী তার ওপর হামলা চালায় এবং এক পর্যায়ে গুলি করে। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে দৌড়ে পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নেন। স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে চেয়ারম্যান সোহরাব হোসেন তার বাড়ির পাশে স্থানীয় বহরমপাড়া জামে মসজিদের সামনে ৭ নং ওয়ার্ডের মেম্বার নাঈমসহ কথা বলছিলেন, এমন সময় ১০/১২ জনের একটি দুর্বৃত্তের দল চেয়ারম্যানের ওপর অতর্কিতে সন্ত্রাসী হামলা করে এবং গুলি করে। এসময় চেয়ারম্যান সোহরাব দৌড়ে পার্শ্ববর্তী বাড়িতে ঢুকে আত্মরক্ষা করেন, সেখানেও দুর্বৃত্তরা চেয়ারম্যানকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। গুলিবিদ্ধ চেয়ারম্যানকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য প্রকল্পে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন নাজিরহাট উপজেলা স্বাস্থ্য প্রকল্পে কর্তব্যরত চিকিৎসক রাখেস ত্রিপুরা।
×