ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুকুলে মুকুলে ভরে গিয়েছে মাগুরার লিচু বাগান

প্রকাশিত: ০৯:২৯, ২০ মার্চ ২০২০

মুকুলে মুকুলে ভরে গিয়েছে মাগুরার লিচু বাগান

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ মাগুরায় মুকুলে মুকুলে ভরে গিয়েছে লিচু বাগানগুলো। চারিদিকে মৌ মৌ গন্ধে ভরে গিয়েছে। কৃষকরা গাছের মুকুল রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে। তাদের আশা এ বছর লিচুর ভাল ফলন হবে। মাগুরায় চলতি মৌসুমে মুকুলে মুকুলে ভরে গিয়েছে লিচু বাগানগুলো। চারিদিকে মৌ মৌ গন্ধে ভরে গিয়েছে। কৃষকরা মুকুল রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে। ওষুদের পাশাপাশি গাছে পানি সেচ দিচ্ছে। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জেলায় ৭৫০ হেক্টর জমিতে দু’হাজারেরও বেশি লিচু বাগান রয়েছে। দেশি জাতের পাশাপাশি বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু বাগানে উঠেছে। জেলার চারটি উপজেলার মধ্যে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় সব থেকে বেশি লিচুর বাগান গড়ে উঠেছে। এর মধ্যে ইছাখাদা, রাউতড়া, আলাইপুর , হাজরাপুর , আলাইপুর, খালিমপুর, নোয়াপাড়া, দক্ষিণ নোয়াপাড়া, হাজীপুর, রাঘবদাইড়, নড়িহাটি, শীবরামপুর গ্রামে সব থেকে বেশি লিচুর বাগান গড়ে উঠেছে। মৌসুমে জেলায় প্রায় ২০ কোটি টাকার লিচু উৎপন্ন হয়। এ বছর মুকুল এসেছে ফাল্গুন মাসে। বৈশাখ মাসের শেষে আথবা জৈষ্ঠ্য মাসের প্রথমদিক থেকে বাজারে আসবে পাঁকা লিচু। লিচু চাষ লাভজনক বলে জেলায় লিচু বাগান গড়ে উঠছে।
×