ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২১ মার্চ ৩ সংসদীয় আসনে ব্যাংক বন্ধ

প্রকাশিত: ০৯:২৯, ২০ মার্চ ২০২০

২১ মার্চ ৩ সংসদীয় আসনে ব্যাংক বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ উপ-নির্বাচনের জন্য দেশের তিনটি সংসদীয় আসনে ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় সংসদের ১৮৩ ঢাকা-১০, ৩১ গাইবান্ধা-৩ ও ৯৮ বাগেরহাট-৪ নির্বাচনী এলাকার শূন্য আসনে নির্বাচন উপলক্ষে ২১ মার্চ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সংষ্টি নির্বাচনী এলাকা এবং মহানগরীর অন্যান্য এলাকাধীন তফসিলি ব্যাংকে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করা হলো। কর্মকর্তা/কর্মচারীদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের সব শাখা বন্ধ থাকবে। অনির্দিষ্টকালের জন্য নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ বন্ধ অর্থনৈতিক রিপোর্টার ॥ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ। তবে শেয়ার কেনাবেচা করা যাবে অনলাইনে। করোনাভাইরাস সংক্রমণ থেকে বিনিয়োগকারী ও কর্মীদের রক্ষার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের এ স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এর আগে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরই স্টক এক্সচেঞ্জ বন্ধসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম সংক্ষিপ্ত করার আহ্বান জানান, মার্কিন অর্থমন্ত্রী স্টিভ ম্যানিউচিন। করোনাভাইরাস সংক্রমণের পর থেকে সূচকের নিম্নমুখী ধারায় রয়েছে প্রায় সব দেশের পুঁজিবাজার।
×