ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাজারমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় মতবিনিময়

প্রকাশিত: ০৯:২৮, ২০ মার্চ ২০২০

বাজারমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় মতবিনিময়

নিজস্ব সংবাদাতা, নওগাঁ ॥ করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সকল পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, বিপিএম অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন পাটোয়ারী, জেলা ধান চাল আড়ত সমিতির সাধারণ সম্পাদক নিরদ বরন সাহা চন্দনসহ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, বাজার পরিদর্শন কর্মকর্তা, ভোক্তা অধিকার সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাসের কারণে কোন পণ্য অতিরিক্ত কেনার প্রয়োজন নেই। যে কোন অপপ্রচার থেকে সতর্ক থাকতে হবে। এজন্য ভোক্তাকে সচেতন হতে হবে। দেশে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, রসুন, ছোলা, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহ পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আহ্বান জানানো হয়। সভায় ব্যবসায়ীরা বাজার দর স্থিতিশীল রাখতে প্রতিশ্রুতি দেন। তবে গত কয়েকদিনে করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হয়ে যারা ৫ কেজি চাল ক্রয় করত তারা এখন ১০ কেজি চাল ক্রয় করছে। ফলে চালের দাম একটু বেড়ে গেছে। এছাড়া বছরের শেষে ধান ও চালের দাম বৃদ্ধি পায়। তবে এটা বেশিদিন থাকবে না। কিছুদিনের মধ্যে বাজারে নতুন ধান আসলে বাজার স্থিতিশীল হয়ে যাবে বলে জানান তারা। তবে গুজব ছড়িয়ে যাতে অসাধুচক্র ফায়দা লুটতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয় সভায়। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সকল পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে বলে জানায় প্রশাসনের কর্মকর্তারা।
×