ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা নিয়ে দেবী শেঠির পরামর্শ

প্রকাশিত: ১২:৫৯, ১৯ মার্চ ২০২০

করোনা নিয়ে দেবী শেঠির পরামর্শ

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে জরুরী কিছু পরামর্শ দিয়েছেন উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। খবর টাইমস অব ইন্ডিয়ার । করোনাভাইরাস নিয়ে ভারতীয় এই চিকিৎসক একটি অডিও ক্লিপে বলেছেন, যদি কারও ফ্লু বা সর্দি থাকে; তাহলে প্রথমে নিজেকে আইসোলেশনে রেখে লক্ষণ ভাল করে পর্যবেক্ষণ করতে হবে। প্রথমদিন শুধু ক্লান্তি আসবে। তৃতীয় দিন হাল্কা জ্বর অনুভব হবে, সঙ্গে কাশি ও গলায় সমস্যা। পঞ্চম দিন পর্যন্ত মাথাব্যথা। পেটের সমস্যাও হতে পারে। ষষ্ঠ বা সপ্তম দিনে শরীরে ব্যথা বাড়বে এবং মাথা যন্ত্রণা কমতে থাকবে। তবে ডায়রিয়ার লক্ষণ দেখা দিতে পারে। পেটের সমস্যা থেকে যাবে। খুবই গুরুত্বপূর্ণ অষ্টম ও নবম দিনে সব লক্ষণই চলে যাবে। তবে সর্দির প্রভাব বাড়তে থাকবে। এর অর্থ আপনার প্রতিরোধক্ষমতা বেড়েছে এবং আপনার করোনা-আশঙ্কার প্রয়োজন নেই। করোনা-পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে দেবী শেঠি বলেন, এমন সময় আপনার করোনা পরীক্ষার প্রয়োজন নেই। কারণ আপনার শরীরে এ্যান্টিবডি তৈরি হয়েছে। যদি অষ্টম বা নবম দিনে আপনার শরীর আরও খারাপ হয়, করোনা হেল্পলাইনে ফোন করে অবশ্যই পরীক্ষা করিয়ে নিন। একই সঙ্গে তিনি যখন জ্বর হওয়ার দ্বিতীয় বা তৃতীয় দিনই প্রত্যেকেরই করোনা-পরীক্ষার প্রয়োজন নেই। এতে আরও বড় সমস্যা হবে। শিক্ষিত ও সচেতন মানুষের প্রতি আহ্বান জানিয়ে ভারতীয় এই চিকিৎসক বলেন, আমার পরামর্শ হলো- জ্বর হলেই করোনার পরীক্ষা নয়। আগে অপেক্ষা করে উপসর্গ পর্যবেক্ষণ করুন। খারাপ হলে তবে নিজেকে পরীক্ষা করিয়ে নিন।
×