ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাফুফে ক্যাম্পের মহিলা ফুটবলারদেরও ছুটি দেয়া হলো

মহিলা ফুটবল লীগের ক্যাম্পও বন্ধ করে দিয়েছে ক্লাবগুলো

প্রকাশিত: ১১:৪৪, ১৯ মার্চ ২০২০

মহিলা ফুটবল লীগের ক্যাম্পও বন্ধ করে দিয়েছে ক্লাবগুলো

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের আতঙ্কে স্থগিত হয়ে গেছে দেশের সব খেলা। প্রিমিয়ার ফুটবল লীগ, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট দু’দিন আগে স্থগিত করে দেয়া হয়েছে। এবার ভাইরাস সংক্রমণ রোধে স্থগিত করা হলো নারীদের ফুটবল লীগও। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা ছিল লীগের ষষ্ঠ রাউন্ডের খেলা। করোনাভাইরাস আতঙ্কের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবার লীগ স্থগিতের ঘোষণা দেয়ায় নারী ফুটবলাররা এখন অনেকে যার যার বাড়ির পথ ধরেছেন। দীর্ঘ ছয় বছর পর নারী ফুটবল লীগ শুরু হয়েছিল। এই লীগে সবচেয়ে শক্তিশালী দল গড়েছিল বসুন্ধরা কিংস। ক্লাবটি এক সপ্তাহের জন্য খেলোয়াড়দের ছুটি দিয়েছে। বসুন্ধরা কিংসের কোচ মাহমুদা শরীফা অদিতি বলেন, ‘আমরা খেলোয়াড়দের ৭ দিনের জন্য ছুটি দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক বা উন্নতি হলে ৭ দিন পর আবারও অনুশীলন শুরু হবে। কোন কারণে অবনতি হলে এই ছুটি বাড়তে পারে।’ নাসরিন ফুটবল একাডেমির সাধারণ সম্পাদিকা নাসরিন আক্তার বেবী বলেন, ‘শুক্রবার থেকে আমরা ক্যাম্প স্থগিত করেছি। ফুটবলাররা ইতোমধ্যেই বাড়ি চলে গেছে। ৩১ মার্চ পর্যন্ত আপাতত ক্যাম্প স্থগিত। প্রয়োজনে এটি বাড়তে পারে।’ বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবও ক্যাম্প স্থগিত করেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, অবশিষ্ট ক্লাবগুলোও ক্যাম্প ও অনুশীলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। লীগ চললেও জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন ৫৮ ফুটবলার নিয়ে বাফুফে ভবনের টার্ফে অনুশীলন করাতেন। এদের অধিকাংশই অনুর্ধ-১৫ ও যশোরে ইউনিসেফের ক্যাম্পে থাকা ৩০ জনসহ ৫৮ ফুটবলার অনুশীলনরত ছিলেন। জাতীয় মহিলা দলের এই কোচ বলেন, ‘এই মুহূর্তে আসলে অনুশীলন চালানোর মতো পরিস্থিতি নেই। তাই ক্যাম্প স্থগিত করতে বাধ্য হয়েছি। তারা সবাই বাড়ি যাচ্ছে। পরিস্থিতির উন্নতি ঘটলে আবার দ্রুততম সময়ে ক্যাম্পে যোগ দেবে।’
×