ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আত্মবিশ্বাসের ঘাটতিতেই ডুবছেন মুস্তাফিজ

প্রকাশিত: ১১:৪৩, ১৯ মার্চ ২০২০

আত্মবিশ্বাসের ঘাটতিতেই ডুবছেন মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবেই চমক। এরপর বিশ্ব কাঁপিয়েছেন। দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু দুই বছর না যেতেই মুস্তাফিজের পারফর্মেন্সে পতন ঘটে। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের পর পরের বছরই কাঁধের ইনজুরিতে পড়েন। অস্ত্রোপচারও হয়। এরপর থেকেই মুস্তাফিজের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয়। আর সেই আত্মবিশ্বাসের ঘাটতিতেই ডুবছেন মুস্তাফিজ। ধীরে ধীরে নিজেকে হারিয়েও ফেলছেন। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুস্তাফিজ নিজেই জানান আত্মবিশ্বাস ঘাটতির কথা। তিনি বলেছেন, ‘আমার মনে হয় কোন একটা জায়গায় কিছু একটা...(সমস্যা হচ্ছে)। এখন আবার ভাল যাচ্ছে। আসলে ওইভাবে আত্মবিশ্বাস পাচ্ছি না। আরও অনুশীলন করা লাগবে। সবকিছু ঠিক আছে, আমার মনে হয় হাতটা হাল্কা একটু ইয়ে হয়েছে...। আমি দু’একটা জিনিস চেষ্টা করছি। ইয়র্কারটায় আমি আগের মতো আত্মবিশ্বাস পাই না, চেষ্টা করছি, কি করলে ভাল হবে। কাটারটা তো আছে, আর কাজ করছি বল ভেতরে ঢোকানো নিয়ে।’ আন্তর্জাতিক ক্রিকেটে এখন আর মুস্তাফিজ সেভাবে ঝলক দেখাতে পারেন না। যে মুস্তাফিজ অভিষেক ওয়ানডে খেলতে নেমেই ভারতের মতো শক্তিশালী দলকে কাঁপিয়ে দেন। প্রথম ম্যাচেই ম্যাচসেরা হন। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগও (আইপিএল) কাঁপিয়ে দেন। সেই মুস্তাফিজ এখন আন্তর্জাতিক ক্রিকেট দূরে থাক, ঘরোয়া ক্রিকেটেও সেভাবে নজর কাড়তে পারছেন না। তবে চেষ্টার কোন কমতি নেই। চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে বলেছেন, ‘আমার কাছে ভালই মনে হচ্ছে (বল ভেতরে আনা), জিম্বাবুইয়ের বিরুদ্ধে দুটি টি২০ খেললাম, দুটি ওয়ানডে খেললাম। প্রথম স্পেলে চেষ্টা করেছি বল ভেতরে ঢোকানোর। বেশি না হলেও দু-একটি বল কাছাকাছি হয়েছে। একদিনে তো হয় না সব। দুই সপ্তাহ কাজ করছি বল ভেতরে ঢোকানো নিয়ে নতুন কোচের (ওটিস গিবসন) সঙ্গে।’ সঙ্গে যোগ করেন, ‘আমার পুরাতন ভিডিওগুলো দেখি। নাইনটিনের এক ছেলের কাছেও একটি টিপস পাইছি। স্লোয়ার বল নিয়ে বলেছিল, সাইড থেকে না করে ওপর থেকে করলে ভাল। আমিও দেখলাম তার পরামর্শ নিয়ে ভালা লাগছে। আমরা তো আজীবন খেলব না। আমি ২০-২১ বছরে মনে হয় ঢুকেছি (জাতীয় দলে)...আরও দুই বছর খেললে সাত বছর হয়ে যাবে জাতীয় দলে। নতুনরা এলে তো ভাল, আমাদের জন্য ভাল। আমার কথা হলো যে ভাল করবে সে থাকবে। প্রতিযোগিতা যদি সবাইকে দিয়ে হয় তাহলে সবার জন্য ভাল।’ অভিষেক টেস্টে, ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছিলেন। অভিষেক টি২০তে দলের সেরা বোলার হয়েছিলেন। এখন সেই মুস্তাফিজ লাল বলের কেন্দ্রীয় চুক্তিতেই নেই। টেস্ট খেলার সুযোগই পান না। তবে ফিরতে চান। সাদা বলের চুক্তিতেও ‘বি’ গ্রেডে আছেন। ভালভাবে আবার ফিরতে সে জন্য কাজও করছেন। মুস্তাফিজ বলেন, ‘আমি সব বলেই খেলতে চাই। হাত ভাল ঘুরলেই আসতে পারি (লাল বলের চুক্তিতে)। আমার জন্য ভাল (বাদ পড়লে), আমি বুঝব আমার উন্নতি করতে হবে, বুঝব যে এতটুকু দিয়ে থাকার যোগ্য নই আমি।’
×