ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপ নিয়ে আশাবাদী আইসিসি

প্রকাশিত: ১১:৪২, ১৯ মার্চ ২০২০

টি২০ বিশ্বকাপ নিয়ে আশাবাদী আইসিসি

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের সব খেলাধুলাই আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তারপরও আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বলছে, আসন্ন টি২০ বিশ্বকাপ সিডিউল অনুযায়ীই চলবে। মঙ্গলবার এক বিবৃতিতে এমন কথা জানিয়েছে আইসিসি, ‘চলতি করোনাভাইরাসের সঙ্কট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২০ লোকাল অর্গানাইজার কমিটি। তারা এটা পর্যবেক্ষণেই রাখবে।’ আরও উল্লেখ করা হয়, ‘আইসিসির টি২০ বিশ্বকাপ ১৮ অক্টোবর থেকে ১৫ নবেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যুতে হওয়ার কথা। আমাদের পরিকল্পনা হলো সিডিউল অনুযায়ীই খেলা চালিয়ে যাওয়ার।’ আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নবেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় হওয়ার কথা পুরুষদের ২০২০ টি২০ বিশ্বকাপ। মোট সাতটি ভেন্যুতে খেলা হবে। করোনাভাইরাসের সংক্রামণে যেন থমকে গেছে পুরো বিশ্ব। সাধারণ মানুষের বেঁচে থাকাটাই এখন শঙ্কার বিষয়। সেখানে আইপিএল এবং টি২০ বিশ্বকাপ নিয়ে আশাবাদ প্রকাশ করা হচ্ছে। করোনার ভয়াবহতা ঘিরে ধরেছে বিশ্ব ক্রীড়াঙ্গনকে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক ও ঘরোয়া প্রায় সব ইভেন্ট বন্ধ করে দেয়া হয়েছে। তারপরও টি২০ বিশ্বকাপ সূচী অনুযায়ী চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টি২০ বিশ্বকাপ সময়মতো অনুষ্ঠিত হবে এমন আশাবাদ আয়োজক দেশ অস্ট্রেলিয়ারও। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস এক বিবৃতিতে বলেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবার সব খেলা শুরু হবে বলে আশাকরি। এমন পরিস্থিতি সামলানোর ব্যাপারে আমরা কেউই পারদর্শী নই। আশা করছি অক্টোবর-নবেম্বরে পুরুষদের টি২০ বিশ্বকাপের সময় পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সবকিছু ঠিকমতো এগোবে।’ করোনাভাইরাস আতঙ্কে কার্যত কাঁপছে গোটা বিশ্ব। ক্রিকেটেও পড়েছে তার কালো ছায়া। ইতোমধ্যে বাতিল অথবা স্থগিত হয়ে গেছে একাধিক আন্তর্জাতিক সিরিজ ও ঘরোয়া লীগসহ বিভিন্ন আয়োজন। ভারত সফরে প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর সিরিজের বাকি দুই ম্যাচ না খেলে দেশে ফিরে গেছে দক্ষিণ আফ্রিকা। আর অস্ট্রেলিয়ায় দর্শকশূন্য গ্যালারিতে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হলেও তড়িঘড়ি দেশে ফিরেছে নিউজিল্যান্ড। বাতিল হয়ে গেছে অসিদের আসন্ন কিউই সফরও। দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় উড়ে এসেছিল ইংল্যান্ড। একটি প্রস্তুতি ম্যাচও হয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষ হতে পারেনি। মধ্যপথে দেশে ফিরে গেছে জো রুটের দল। বাতিল হয়ে গেছে দুই টেস্টের সিরিজ। দেশে দেশে ঘরোয়া ক্রিকেটও বন্ধ। তারমধ্যে সবচেয়ে আলোচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল), যেটি এ মাসের ২৯ তারিখ থেকে অন্তত ১৫ এপ্রিল পর্যন্ত পেছানো হয়েছিল। সেটি এখন আদৌ শুরু হবে কিনা তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। বন্ধ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের সকল ঘরোয়া ক্রিকেট। কোভিড-১৯’র প্রাদুর্ভাবে দেশ-বিদেশের প্রায় সকল ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ রাখা হয়েছে। তবে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপ নিয়ে আশার কথা জানাল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। সংস্থাটি জানায়, নির্ধারিত সূচীতেই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনায় তারা এগোচ্ছে। একই সুরে কথা বলল নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও।
×