ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আক্রান্ত স্প্যানিশ ক্লাব স্প্যানিওলের ৬ ফুটবলার, রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতির অবস্থা আশঙ্কাজনক

শঙ্কায় বিশ্বকাপ জয়ী ফরাসী মিডফিল্ডার মাতুইদি

প্রকাশিত: ১১:৪১, ১৯ মার্চ ২০২০

শঙ্কায় বিশ্বকাপ জয়ী ফরাসী মিডফিল্ডার মাতুইদি

স্পোর্টস রিপোর্টার ॥ মরণঘাতী করোনাভাইরাস দিনকে দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে। নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। যে কারণে সবকিছুর মতো বিশ্ব ক্রীড়াঙ্গনও মুখ থুবড়ে পড়েছে। প্রতিদিনই নতুন করে ফুটবলার ও সংশ্লিষ্টদের আক্রান্তের খবর মিলছে। এই ধারাবাহিকতায় করোনা পজিটিভ হয়েছেন ফ্রান্সের হয়ে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ব্লেইস মাতুইদি। ৩২ বছর বয়সী এই ফুটবলার খেলে থাকেন ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে। তুরিনের ওল্ডলেডিরাই মাতুইদির দেহে কোভিড-১৯’এর অস্তিত্ব পাওয়া গেছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে। জুভেন্টাসের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘মাতুইদির মেডিক্যাল পরীক্ষায় করোনাভাইরাস-কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে।’ এর ফলে জুভেন্টাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে করোনা আক্রান্ত হয়েছেন মাতুইদি। এর আগে আর্জেন্টাইন ফুটবলার ড্যানিয়েল রুগানির দেহে এই ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। জুভেন্টাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাতুইদি ইতোমধ্যে বাড়িতে আইসোলেশনে আছেন। এ নিয়ে সর্বমোট ১৩ জন সিরি’এ খেলোয়াড়ের দেহে কোভিড-১৯ ধরা পড়ল। এর মধ্যে স্যাম্পদোরিয়ার সাতজন ও ফিওরেন্টিনার তিনজন। ৮ মার্চ স্যাম্পদোরিয়ার বিরুদ্ধে ভেরোনা ম্যাচ খেলার পরপরই ইতালিয়ান মিডফিল্ডার জাকাগনি সতর্কতা হিসেবে স্বেচ্ছায় আইসোলেশনে চলে গিয়েছিলেন। আক্রান্ত হওয়ার পর মাতুইদি সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘সাবধানে থাক। সময়টা বেশ কঠিন। প্রথমদিকে আমি বুঝতে পারিনি অসুখটা এত গুরুতর ও বিপজ্জনক। কত দ্রুত ভাইরাসটি ইতালিতে ছড়িয়ে পড়েছে। এই ধরনের কঠিন মুহূর্তে আমি সবাইকে অনুরোধ জানাব সবধরনের সতর্কতামূলক ব্যবস্থাগুলো মেনে চলতে এবং পুরো পরিবারসহ নিজের দিকে খেয়াল রাখতে। মেডিক্যাল ও নার্সিং স্টাফদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সবাই তোমাদের সঙ্গে আছি।’ ২০১০ সাল থেকে স্পেন জাতীয় দলের হয়ে খেলছেন মাতুইদিন। এখন পর্যন্ত দেশের হয়ে খেলেছেন ৮৪টি ম্যাচ। গোল করেছেন ৯টি। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলেন নিজ দেশের ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনে (পিএসজি)। এরপর ২০১৭ সালে পাড়ি জমিয়েছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। তুরিনে এসেই জীবনের সবচেয়ে কঠিনতম সময় অতিবাহিত করছেন মাতুইদি। এদিকে স্প্যানিশ ক্লাব স্প্যানিওলের ছয়জন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সবার মধ্যে করোনার লক্ষণ দেখা দিয়েছে। প্রত্যেকে চিকিৎসকদের নির্দেশনা মেনে চলছেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া স্পেনের আরেক ক্লাব ভালেন্সিয়া জানিয়েছে, তাদের দলের ৩৫ শতাংশ খেলোয়াড় ও স্টাফের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি ৭৬ বছর বয়সী লরেঞ্জো সানচেকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৯৮৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টানা ১০ বছর রিয়ালের পরিচালক ছিলেন তিনি। র‌্যামন মেন্দোজার পর ১৯৯৫ সালে লরেঞ্জো রিয়ালের সভাপতি হন। তার অধীনে রিয়াল একবার করে লীগ ও সুপার কাপ আর দুইবার চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে। সেই লরেঞ্জোই এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। অবস্থা দ্রুতই খারাপ হচ্ছে বলে জানা গেছে। যে কারণে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।
×