ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে ফিরে যেতে বাধা নেই

প্রকাশিত: ১১:৩১, ১৯ মার্চ ২০২০

ভারতে ফিরে যেতে বাধা নেই

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের ভারতে ফিরে যাওয়ার ক্ষেত্রে কোন বাধা নেই। তবে তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে ১৮ মার্চ থেকে। বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকরা ভারতে ফিরে যেতে পারবেন। তবে ভারত ভ্রমণকারী ভারতীয় নাগরিকদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বাংলাদেশ থেকে ভারতে স্পাইস জেট, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফিরতে পারবেন তারা। এছাড়া বিভিন্ন স্থলবন্দরের সীমান্ত দিয়েও ফিরতে পারবেন ভারতীয়রা। ‘রোড টেস্ট’ স্থগিত স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল ২০ মার্চ শুক্রবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের চালক পদে নিয়োগ পরীক্ষার রোড টেস্ট অনিবার্য কারণ বশত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরীক্ষার তারিখ জানানো হবে। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
×