ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে রেলের জমিতে ৫শ’ শয্যার হাসপাতাল হবে

প্রকাশিত: ১১:৩০, ১৯ মার্চ ২০২০

চট্টগ্রামে রেলের জমিতে ৫শ’ শয্যার হাসপাতাল হবে

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামে সিআরবি এলাকায় রেলওয়ের জমিতে পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) ভিত্তিতে ৫০০ শয্যাবিশিষ্ট বহুমুখী বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এ লক্ষ্যে বুধবার রাজধানীর রেল ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ইউনাইটেড এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত চীফ ইঞ্জিনিয়ার বা ব্রিজ ও প্রকল্প পরিচালক আহসান জাবির এবং ইউনাইটেড গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর মইনুদ্দিন হাসান রশিদ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী আল কামাল সিদ্দিকী, রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ শামছুজ্জামান, ইউনাইটেড গ্রুপের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ ধানম-ি ৩২ এ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এসএম এহসান কবীর, রেজিস্ট্রার এ এস মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের সব স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। -বিজ্ঞপ্তি
×