ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস প্রতিরোধে জরুরী পদক্ষেপ চায় জাসদ

প্রকাশিত: ১১:৩০, ১৯ মার্চ ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে জরুরী পদক্ষেপ চায় জাসদ

স্টাফ রিপোর্টার ॥ বিশ^ব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে সরকারের পক্ষ থেকে জরুরী পদক্ষেপ ও ব্যবস্থাপনা জোরদারের আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বুধবার দেশে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সারাদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। এই প্রেক্ষিতে ১৪ দলের অন্যতম শরিক জাসদের পক্ষ থেকে দলটির সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে, বিশ^ব্যাপী করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়া এবং বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় নিয়ে দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় জরুরী পদক্ষেপ ও ব্যবস্থাপনা জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
×