ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পরিবহনে কঠোর স্বাস্থ্যবিধি না মানলে করোনার ভয়াবহ বিস্তার ঘটবে ॥ যাত্রীকল্যাণ সমিতি

প্রকাশিত: ১১:৩০, ১৯ মার্চ ২০২০

পরিবহনে কঠোর স্বাস্থ্যবিধি না মানলে করোনার ভয়াবহ বিস্তার ঘটবে ॥ যাত্রীকল্যাণ সমিতি

স্টাফ রিপোর্টার ॥ বিশ^ব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে দেশে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হলেও গণপরিবহন ব্যবহারে যাত্রীরা সর্বোচ্চ সতর্কতা ও কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে করোনাভাইরাসের ভয়াবহভাবে বিস্তার ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, তাই এই মুহূর্তে গণপরিবহন ব্যবহার সংক্রান্ত বিশেষ সতর্কতা প্রচারের পাশাপাশি গণপরিবহনকে জীবাণুমুক্ত রাখতে জরুরী ভিত্তিতে বিশেষ পদক্ষেপ গ্র্রহণের দাবি জানান তিনি। বাস টার্মিনাল ও বাস স্টপেজ, রেল স্টেশন, লঞ্চ-টার্মিনাল ও লঞ্চ ঘাটের পাশাপাশি আকাশপথের সকল যাত্রীর থার্মাল স্ক্যানার বসিয়ে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা জরুরী ভিত্তিতে করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
×