ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মানবজমিন সম্পাদক মতিউর রহমান আগাম জামিন পেলেন

প্রকাশিত: ১১:২৯, ১৯ মার্চ ২০২০

মানবজমিন সম্পাদক মতিউর রহমান আগাম জামিন পেলেন

স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। এ সময়ের পর তাকে বিচারিক আদালতে জামিন আবেদন করতে নির্দেশ করে আদালত। মতিউর রহমান আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোঃ রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। মুজিববর্ষ উপলক্ষে মহিলা সংস্থার দোয়া মাহফিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগমের সভাপতিত্বে বুধবার বেলা ১১টায় সংস্থার বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্থার পরিচালনা পরিষদ ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সংস্থা এবং সংস্থা পরিচালিত প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
×