ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাওলায় কিশোরী গণধর্ষণ ॥ চারজন গ্রেফতার

প্রকাশিত: ১১:২৮, ১৯ মার্চ ২০২০

কাওলায় কিশোরী গণধর্ষণ ॥ চারজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় ঝোপে চৌদ্দ বছর বয়সী এক কিশোরীর গণধর্ষণের আলোচিত ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারীও আছে। ওই নারীর বিরুদ্ধে কিশোরীকে গণধর্ষণে সহযোগিতা করার অভিযোগ উঠেছে। গত ১৩ মার্চ রাতে কাওলার ঝোপে ওই কিশোরী গণধর্ষণের শিকার হন। পরদিন সকাল দশটার দিকে ওই কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের প্রধান সমন্বয়ক ডাঃ বিলকিস বেগম জনকণ্ঠকে জানান. ওই কিশোরীর শরীর থেকে ফরেনসিক রিপোর্টের জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবেই ওই কিশোরীর শরীরে ধর্ষণের আলামত মিলেছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর ওই কিশোরীর সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। ওই কিশোরী বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন আছে। গত ১৭ মার্চ রাতে কিশোরী ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেফতারে ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালায় বিমানবন্দর থানা পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয় আলমগীর ওরফে পাঁয়তারা আলমগীর (২৬), জালাল উদ্দিন ওরফে বাবু (২০), রুবেল হাওলাদার (৩০) ও ধর্ষণে সহয়তাকারী শিল্পী খাতুন (২৪)। বিমানবন্দর থানার ওসি এম ফরমান আলী জানান, প্রাথমিকভাবে গ্রেফতারকৃতরা ধর্ষণের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
×