ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনা সতর্কতায় গতি হারাচ্ছে ভোটের প্রচার

প্রকাশিত: ১১:২৮, ১৯ মার্চ ২০২০

করোনা সতর্কতায় গতি হারাচ্ছে ভোটের প্রচার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে করোনা আতঙ্কের মধ্যে সতর্কতার সঙ্গে চলছে ভোটের প্রচার। সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের সমর্থন পেতে ছুটছেন বিভিন্ন এলাকার পাড়া মহল্লায়। তবে ভোট ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারে যতটা গতি পাওয়ার কথা, ততটা পরিলক্ষিত হচ্ছে না। করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব পড়েছে গণসংযোগে। এর মধ্যেও প্রার্থীরা দিচ্ছেন নগর উন্নয়নে নানা প্রতিশ্রুতি। আহ্বান জানাচ্ছেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার। আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বুধবার গণসংযোগ করেন মহানগরীর পূর্ব মাদার বাড়ি, আলকরণ ও ফিরিঙ্গীবাজার ওয়ার্ড এলাকায়। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং দলের মনোনয়ন পাওয়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা। প্রচারে তিনি বরাবরের মতো উন্নয়নকেই গুরুত্ব দেন। ভোটারদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীকে বিজয়ী করতে হবে। আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী ছাড়াও চান্দগাঁও-কালুরঘাট ট্রাক মালিক সমিতি ও চট্টগ্রাম জেলা শ্রমিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময় করেন। ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় তিনি চট্টগ্রাম শহরকে আরও সুন্দর নগরী হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত আধুনিক নগরায়ন গড়তে আগামী ২৯ তারিখ নৌকা মার্কায় ভোট দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ বখতেয়ার হোসেন, ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি মোঃ মঞ্জুর আলমসহ নেতৃবৃন্দ। নৌকার পক্ষে যুবলীগের সংবাদ সম্মেলন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী যুবলীগের নেতারা বলেন, এ নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয়। ভোট দেয়ার ক্ষেত্রে উন্নয়নের বিষয়টিই ভোটাররা বিবেচনায় নেবেন। বিএনপি বলছে, খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের নির্বাচন। কিন্তু আমরা বলব এটা উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন। যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্য করোনা ঝুঁকি এড়াতে ডিজিটাল প্রচারের পরিকল্পনার কথাও জানায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবলীগ গঠিত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বদিউল আলম, সদস্য সচিব শহিদুল হক চৌধুরী রাসেল, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দেলোয়ার হোসেন খোকা, মাহবুবুল হক সুমন, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ সভাপতি এসএম আল মামুন ও দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী। জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় নেয়ার অনুরোধ বিএনপি প্রার্থীর করোনা আতঙ্কের মধ্যে জনগণের স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন। বুধবার মোহরা এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, সারাবিশ্বে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এ ভাইরাসের প্রভাব দেখা যাচ্ছে। জনগণের মধ্যে এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ও আতঙ্ক দেখা দিয়েছে।
×