ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে লেনদেনের সময় একঘণ্টা কমল

প্রকাশিত: ০৯:৩৩, ১৯ মার্চ ২০২০

শেয়ারবাজারে লেনদেনের সময় একঘণ্টা কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে দেশের শেয়ারবাজারে লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে দেয়া হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলবে দুপুর দেড়টা পর্যন্ত। বুধবার বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। গত ৮ মার্চ থেকে দেশের শেয়ারবাজারে বড় পতন হচ্ছে। যাতে সর্বশেষ ৮ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৭৮১ পয়েন্ট বা ১৮ শতাংশ। এরমধ্যে ৯ মার্চ রেকর্ড ২৭৯ পয়েন্ট বা ৬.৫২ শতাংশ পড়েছিল। এমন পতনের দিনেই শেয়ারবাজার বন্ধ করা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছিল। তবে এই মুহূর্তে শেয়ারবাজার বন্ধ করা যৌক্তিক বলে মনে করছে না ডিএসইর পর্ষদ। উল্লেখ্য, করোনাভাইরাসের আতঙ্কে শেয়ারবাজারে পতন ঠেকাতে বন্ধ করে দেয়া হয়েছে ফিলিপিন্স স্টক এক্সচেঞ্জের লেনদেন। মঙ্গলবার থেকে দেশটির শেয়ারবাজারে লেনদেন বন্ধ আছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কয়েক দিন আগে করোনাভাইরাসের আতঙ্কে শেয়ারবাজারে ব্যাপক পতনের জেরে আমেরিকা, ভারত ও পাকিস্তানের শেয়ারবাজার সাময়িক লেনদেন বন্ধ রাখা হয়েছিল। আমেরিকায় ১৫ মিনিট, ভারতে ৪৫ মিনিট এবং পাকিস্তানে ৪৫ মিনিট বন্ধ করা হয়েছিল শেয়ার কেনাবেচা।
×