ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারসাম্যহীনতা

প্রকাশিত: ০৯:০৪, ১৯ মার্চ ২০২০

ভারসাম্যহীনতা

এই পৃথিবী শুধু মানুষের জন্য নয়। পৃথিবী নামক এই ছোট্ট গ্রহ পশু-পাখি, মাছ, কীটপতঙ্গ, সকল উদ্ভিদ ও প্রাণীকুলের জন্যও। পৃথিবীতে প্রাণ-প্রকৃতি ও সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য বজায় না থাকলে প্রকৃতি কোন না কোনভাবে বিশৃঙ্খল রূপ পরিগ্রহ করে। প্রকৃতির সঙ্গে সহাবস্থান এবং ভারসাম্য বজায় রেখে চলতে না পারলে তার ফল মানুষের বিপক্ষে যাওয়ার সম্ভাবনাই বেশি। প্রকৃতি ও পরিবেশবিনাশী কর্মকাণ্ডে বিভিন্ন সময় নানাবিধ ঝুঁকি তৈরি হয়েছে এবং এর ফলে বিশ^ব্যাপী তৈরি হয়েছে মানবিক সঙ্কট। সম্প্রতি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে যে পরিবেশগত মানবিক সঙ্কট তৈরি হয়েছে তা প্রকৃতি ও মানুষের ভারসাম্যের সহাবস্থানের বিষয়টি সবাইকে বিশেষভাবে ভাবিয়ে তুলেছে। করোনাভাইরাসের নানামুখী প্রভাব পড়েছে বিশ্বব্যাপী। যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, শেয়ারবাজার, পর্যটনসহ পুরো বিশে^র অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে। বায়ুদূষণে জর্জরিত চীনের শহরগুলোতে এখন দূষণ তো দূরের কথা অনেক শহরের রাস্তায় মানুষই পাওয়া যাচ্ছে না! চীনের খাদ্যাভাস সম্পর্কে এখন পুরো বিশে^র জানা হয়ে গেছে! তবে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে হলে এখন পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সতর্কতাই সবচেয়ে বেশি দরকার বলে মনে হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতার বিষয় শুধু ব্যক্তি পর্যায়ে হলে হবে না গোষ্ঠী, জাতীয়, আঞ্চলিক ও বৈশি^ক পর্যায়ে হতে হবে। কেননা বিশ^ায়নের এই যুগে এক অঞ্চলের পরিবেশগত সমস্যা শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকছে না, তা পুরো বিশ^ব্যাপী প্রভাব বিস্তার করছে। এ কথা সত্য যে, পৃথিবীব্যাপী এখন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিপরীতভাবে প্রকৃতি ও পরিবেশের উপাদানগুলোও ধীরে ধীরে কমে যাচ্ছে। পৃথিবীব্যাপী আমরা একে অন্যের সঙ্গে কতটা জড়িত, এক অঞ্চলের প্রকৃতি-পরিবেশ অন্য অঞ্চলের সঙ্গে কতটা সম্পর্কযুক্ত তা বৈশি^ক প্রেক্ষাপটে নতুন করে ভাবিয়ে তুলেছে। প্রকৃতি বিনাশ করলে, প্রকৃতির প্রতি নিষ্ঠুর আচরণ করলে প্রকৃতিও তার প্রতিশোধ নেয়! জলবায়ু পরিবর্তনের ফলে এখন বিশ^ নানাবিধ সঙ্কটের সম্মুখীন। জলবায়ুর নেতিবাচক প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি, বরফ গলে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। মূলত মনুষ্যসৃষ্ট কারণে মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফলে তাপমাত্রার ওলট-পালট আচরণে এখন প্রাণ ও প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। সূত্রাপুর, ঢাকা থেকে
×