ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কোয়ারেন্টাইনে শিখর ধাওয়ান

প্রকাশিত: ১২:০২, ১৮ মার্চ ২০২০

কোয়ারেন্টাইনে শিখর ধাওয়ান

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাস আতঙ্কে শিখর ধাওয়ান কোয়ারেন্টাইনে আছেন। ভারতীয় ওপেনার সম্প্রতি জার্মানি থেকে দেশে ফিরেছেন। সরকারের নির্দেশে চলে গেছেন কোয়ারেন্টাইনে। সোশ্যাল সাইটে একটা ভিডিও পোস্ট করে ধাওয়ান জানান, তার অভিজ্ঞতার কথা, ‘শহর থেকে ৭০ কিলোমিটার দূরে সবাইকে কোয়ারেন্টানে রাখা হয়েছে। পুরো বিল্ডিং জীবাণুমুক্ত করা হয়েছে। দিল্লী পুলিশ, মন্ত্রীÑ সবাই এখানে আছেন এবং নিজেদের কাজ পরিপূর্ণভাবে পালন করছেন।’ ভিডিওতে ধাওয়ান আরও বলেছেন, ‘করোনা সংক্রমণের এই অবস্থায় দেশে ফেরা নিয়ে ভয়ে ছিলেন। কিন্তু দেশে এসে দেখেছেন সরকারী ব্যবস্থাপনায় কোয়ারেন্টানের অবস্থা বেশ সন্তোষজনক।’ তিন বলেন, ‘সবাইকে আলাদা রুম দেয়া হয়েছে। খাওয়ার পানি, সুস্বাদু খাবার, নতুন স্যান্ডেল, মশা তাড়ানোর ওষুধ দেয়া হয়েছে। অন্যান্য সব প্রয়োজনীয় ব্যবস্থাই আছে। সরকার সব ব্যবস্থাই করেছে।’ বর্ণবাদী আক্রমণের মুখে আর্চার স্পোর্টস রিপোর্টার ॥ আবারও বর্ণবাদী আক্রমণের মুখে পড়েছেন জোফরা আর্চার। কিছুদিন আগে খেলার পর মাঠে শুনেছিলেন বর্ণবাদী মন্তব্য। চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা ইংলিশ পেসার এবার পেয়েছেন বর্ণবাদী বার্তা। এমন কিছু বার্তার স্ক্রিনশট ইনস্টাগ্রামে প্রকাশ করেন আর্চার। ২৪ বছর বসয়ী তারকা মনে করেন, এই সমস্যার সমাধান করা উচিত, ‘আমি বুঝি না মানুষ কিভাবে আরেকজন মানুষকে এগুলো বলে। এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনেক ভেবেছি। আশাকরি অন্য কাউকে নিয়মিতভাবে এমন কিছু আর সামলাতে হবে না। এটা কখনই গ্রহণযোগ্য নয় এবং আমার মতে এই সমস্যার সমাধান করা উচিত।’ এর আগেও বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কথা বলেছেন বার্বাডোজে জন্ম নেয়া আর্চার। স্থগিত জিম্বাবুইয়ে-আয়ারল্যান্ড সিরিজ স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে স্থগিতের মিছিলে যুক্ত হলো জিম্বাবুইয়ে-আয়ারল্যান্ড সিরিজ। দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনা করে সোমবার এই সিদ্ধান্ত জানিয়েছে। আগামী ২ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল আয়ারল্যান্ডের জিম্বাবুইয়ে সফর। তিনটি করে ওয়ানডে ও টি২০ খেলার কথা ছিল দুই দলের। বিশ্বের বেশিরভাগ দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও জিম্বাবুইয়েতে এখনও আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। তবে আগে থেকেই সতর্ক থাকতে চাইছে তারা।
×