ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বর্ষসেরা ক্রীড়াবিদ এ্যাশার স্মিথ ও আর্চার

প্রকাশিত: ১২:০২, ১৮ মার্চ ২০২০

বর্ষসেরা ক্রীড়াবিদ এ্যাশার স্মিথ ও আর্চার

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তাদের এ জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন তরুণ গতিময় পেসার জোফরা আর্চার। ২০ উইকেট শিকার করেছিলেন বার্বাডোজ বংশোদ্ভূত এ ২৪ বছর বয়সী তারকা পেসার। তারই স্বীকৃতি পেয়েছেন এবার। ব্রিটিশ এথনিক ডাইভার্সিটি স্পোর্টস এ্যাওয়ার্ডের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন আর্চার। আর স্প্রিন্টার দিনা এ্যাশার-স্মিথ হয়েছেন বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারের কল্যাণে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলে ইংল্যান্ড। আর্চার করেছিলেন সেই সুপার ওভারের বোলিং। এছাড়া পুরো টুর্নামেন্টেই বল হাতে ছিলেন দুর্দান্ত। সবমিলিয়ে টুর্নামেন্টে ২০ উইকেট শিকার করেন তিনি। আর এই পারফর্মেন্সের কল্যাণে এবার ব্রিটিশ এথনিক ডাইভার্সিটি স্পোর্টস এ্যাওয়ার্ডে বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন তিনি। আর্চার এর প্রতিক্রিয়ায় বলেন, ‘বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হতে পেরে সম্মানিত বোধ করছি।’ আর ব্রিটেনের প্রথম এ্যাথলেট হিসেবে কোন বিশ্বচ্যাম্পিয়নশিপে গত বছর ৩টি মেডেল জেতেন ২৪ বছরের দিনা এ্যাশার-স্মিথ। গত বছর ২০০ মিটার স্প্রিন্ট ও ৪ী১০০ মিটার রিলেতে জেতেন স্বর্ণপদক এবং ১০০ মিটার স্প্রিন্টে রৌপ্যপদক লাভ করেন তিনি। এই পারফর্মেন্সের জন্য তিনি বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন। এছাড়া অনুপ্রেরণামূলক সেরা পারফর্মেন্সের পুরস্কার পেয়েছেন বক্সার সানাহ আহমেদ। ইয়ুথ স্পোর্ট ট্রাস্ট তরুণ ক্রীড়া ব্যক্তিত্ব হয়েছেন হকি খেলোয়াড় রোহান ভুহি। এ্যাথলেটিক্সের বর্ষসেরা কোচ হয়েছেন পলা ডান এমবিই। দ্য স্কাই মিডিয়া আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন সাবেক হার্ডলস ও স্প্রিন্টের তারকা ক্রিস আকাবুসি এমবিই।
×