ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতীয় যুব দাবায় বিজয়ীদের পুরস্কার প্রদান

প্রকাশিত: ১১:৫৯, ১৮ মার্চ ২০২০

জাতীয় যুব দাবায় বিজয়ীদের পুরস্কার প্রদান

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন স্মার্ট টিভি জাতীয় যুব দাবা প্রতিযোগিতায় (বালিকা ও উন্মুক্ত) অনুর্ধ-১৮ গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। ফিদে মাস্টার সুব্রত ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির নাফিম আল করিম রানার্সআপ হন। অনুর্ধ-১৮ বালিকা বিভাগে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির তাসনিয়া তারান্নুম অর্পা সাড়ে চার পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। বাংলাদেশ নৌবাহিনী ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির আহমেদ ওয়ালিজা রানার্সআপ, কাজী জারিন তাসনিম তৃতীয়, মারুফা আজাদ সুকন্যা চতুর্থ ও চট্টগ্রামের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা পঞ্চম হন। অনুর্ধ-১৬ গ্রুপে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস চ্যাম্পিয়ন হয়েছে। ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। নারায়ণগঞ্জের মোর্তুজা মাহাথির ইসলাম সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে রানার্সআপ ও মাহিন আহমেদ শুভ চতুর্থ এবং সাড়ে চার পয়েন্ট নিয়ে মোহাম্মদ শফিকুল ইসলাম পঞ্চম স্থান লাভ করে। অনুর্ধ-১৬ বালিকা বিভাগে বাংলাদেশ নৌবাহিনী ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নারায়ণগঞ্জের আয়েশা আক্তার চার পয়েন্ট নিয়ে রানার্সআপ, মুশফিকা জান্নাত সাওরি চার পয়েন্ট নিয়ে তৃতীয়, মোসাম্মৎ তানজিনা আক্তার চম্পা চতুর্থ ও তিন পয়েন্ট নিয়ে শ্রেয়া পোদ্দার পঞ্চম হয়েছে। অনুর্ধ-১৪ গ্রুপে একসেস চেস ক্লাবের স্বর্ণাভো চৌধুরী ছয় পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সমান পয়েন্ট নিয়ে পঞ্চগড়ের এসএম সাফওয়ান রানার্সআপ হয়েছে। অনুর্ধ-১৪ বালিকা বিভাগে নুশরাত জাহান আলো পাঁচ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ও পাবনার মাইশা মাহজাবিন তিশা সাড়ে চার পয়েন্ট নিয়ে রানার্সআপ, রাজশাহীর জান্নাতুল ফেরদৌসী চার পয়েন্ট নিয়ে তৃতীয় ও তিন পয়েন্ট নিয়ে সানজিদা সাকিব চতুর্থ হয়েছে। অনুর্ধ-১২ গ্রুপে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়াদিফা আহমেদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ওয়াদিফার সংগ্রহ ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট। এই গ্রুপে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির সৈয়দ রিদওয়ান রানার্সআপ, পাঁচ পয়েন্ট করে নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মোঃ সাজিদুল হক তৃতীয় ও শেখ অনুপম কাদের চতুর্থ এবং সাড়ে চার পয়েন্ট নিয়ে এজহার হোসেন পঞ্চম স্থান লাভ করে। অনুর্ধ-১২ বালিকা বিভাগে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ইশরাত জাহান দিবা ৫ পয়েন্ট নিয়ে বালিকাদের মধ্যে চ্যাম্পিয়ন, আলিজাহ নুশায়বা ইসলাম ৪ পয়েন্ট নিয়ে রানারআপ ও একই পয়েন্ট নিয়ে প্রতিভা বাতুল তৃতীয় হয়েছে। অনুর্ধ-১০ গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ৭ খেলায় পূর্ণ ৭ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ছয় পয়েন্ট নিয়ে পাবনার সাকলাইন মোস্তফা সাজিদ রানার্সআপ ও পাঁচ পয়েন্ট নিয়ে পঞ্চগড়ের এসএম সাদিদ তৃতীয় স্থান পেয়েছে। অনুর্ধ-১০ বালিকা বিভাগে পাবনার মেহজাবিন আক্তার জুবাইদা চার পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও মারযুকা মোকাররামা সাড়ে তিন পয়েন্ট পেয়ে রানারআপ এবং আড়াই পয়েন্ট পেয়ে মাহানোভা আরাইফিন মৌ তৃতীয় হয়েছে। অনুর্ধ-৮ গ্রুপে ৭ খেলায় পূর্ণ ৭ পয়েন্ট নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়ারসিয়া খুশবু অপরাজিত চ্যাম্পিয়ন হয়। গেটওয়ে চেস একাডেমির রিদওয়ান রব্বানী পাঁচ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে। অনুর্ধ-৮ বালিকা বিভাগে আরিশা হোসেন তুবা চার পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন, তিন পয়েন্ট নিয়ে ইনায়া আফশিন রানার্সআপ ও নুশরাত হাসান নাবা তৃতীয় হয়েছে। টুর্নামেন্টে যারা ভাল করেছে তারা ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ, এশিয়ান ইয়ুথ ও ওয়ার্ল্ড ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলে অগ্রাধিকার পাবেন। বিজয়ীদের ট্রফি, মেডেল, সনদপত্র ও ওয়ালটন সামগ্রী পুরস্কার দেয়া হয়।
×