ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালের দিন স্থগিত পিএসএল

প্রকাশিত: ১১:৫৮, ১৮ মার্চ ২০২০

সেমিফাইনালের দিন স্থগিত পিএসএল

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র কয়েকটা ম্যাচ। যে কোনভাবে তাই পাকিস্তান সুপার লীগ (পিএসএল) শেষ করতে চাইছিল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি সূচী পরিবর্তন করে দুটি সেমিফাইনাল মঙ্গলবার একইদিনে নিয়ে আসা হয়েছিল। প্রথম সেমিতে মুলতান সুলতানসের মুখোমুখি হওয়ার কথা ছিল পেশোয়ার জালমির। দ্বিতীয় সেমিতে করাচীর প্রতিপক্ষ ছিল লাহোর কালান্দার্স। শেষ চারের বিজয়ী দুই দল নিয়ে ফাইনাল হওয়ার কথা ছিল আজ। কিন্তু সেটি আর সম্ভব হলো না। শিরোপা নির্ধারণী এ ম্যাচটিও পিছিয়ে গেল এবার। সেমিফাইনাল ও ফাইনালের পরিবর্তিত সূচী পরে জানানো হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। উল্লেখ্য, করোনার কারণে চলতি মাসে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরও স্থগিত হয়ে গেছে। টুইটার বার্তায় পিএসএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘গুরুত্বপূর্ণ ঘোষণা, পিএসএল স্থগিত। আবারও ম্যাচগুলো হবে। পরে আরও বিস্তারিত জানানো হবে।’ করোনাভাইরাসের কারণে গত কয়েকটি ম্যাচই হয়েছে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। আতঙ্কে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আগেভাগেই পাকিস্তান ছাড়ায় রঙ হারাতে থাকে পিএসএল। শেষ পর্যন্ত স্থগিতই করা হলো পাকিস্তানের ঘরোয়া এই টি২০ টুর্নামেন্ট। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পাকিস্তানের সাবেক তারকা শোয়েব আখতার বলেন, ‘পুরো পৃথিবী যা করছে এই সময়ে আমাদের সেটাই করা উচিত ছিল। পিসিবির উচিত ছিল এক সপ্তাহ আগেই পিএসএল স্থগিত করা। দর্শক ছাড়া ক্রিকেট হয় নাকি।’ ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট প্রায় নির্বাসিত ছিল। সম্প্রতি সেটি ধীরে ধীরে ফিরতে শুরু করে। সেই শ্রীলঙ্কা সফর শেষ করে আসার পর বাংলাদেশও গিয়েছিল দুই দফায়। পাশাপাশি এবারই আরব আমিরাতের পরির্তে পিএসএলের সবগুলো ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্য দেশটির, দুর্ভাগ্য পিসিবির। করোনার প্রভাবে সেটিও শেষ হতে পারল না। লন্ডন ম্যারাথন স্থগিত স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের প্রভাব এখন গোটা দুনিয়া জুড়ে। ক্রমেই ভয়ঙ্কর রূপ ধারণ করা এই ভাইরাসের কারণে প্রায় সব ধরনের খেলাধুলাই স্থগিত। স্থগিত করা হয়েছে ২০২০ সালের লন্ডন ম্যারাথনও। আগামী ৪ অক্টোবর পর্যন্ত স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। ম্যারাথনের ৪০তম সংস্করণটি ২৬ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ প্রসঙ্গে অনুষ্ঠানের পরিচালক হিউ ব্র্যাশার বলেন, ‘এই মুহূর্তে বিশ্ব এক নজিরবিহীন পরিস্থিতির মধ্যে। কোভিড-১৯ এর বিশ্বব্যাপী মহামারীর কবলে পড়েছে। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য সবার আগে।’ ১৯৮১ সালে পথচলা শুরু করেছিল লন্ডন ম্যারাথন। এরপর থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে এসেছে বিশ্বব্যাপী ব্যাপকভাবে জনপ্রিয় লাভ করা এই ম্যারাথন। কিন্তু এবার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। যে কারণে শুরুর পর থেকে এবারই প্রথম স্থগিত করা হয়েছে লন্ডন ম্যারাথন।
×