ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভবিষ্যত তারকাদের উজ্জ্বল নৈপুণ্য

প্রকাশিত: ১১:৫৭, ১৮ মার্চ ২০২০

ভবিষ্যত তারকাদের উজ্জ্বল নৈপুণ্য

মোঃ মামুন রশীদ ॥ দেশের সবচেয়ে জনপ্রিয় ও বড় ঘরোয়া ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল)। এবার বঙ্গবন্ধু ডিপিএল হিসেবে মাঠে গড়িয়ে মাত্র এক রাউন্ড শেষ হয়েছে। এবার এই আসরে সবারই নজর ছিল সদ্যই দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ জেতা বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের ক্রিকেটারদের দিকে। প্রথম রাউন্ডে আলো ছড়িয়েছেন তারা। প্রত্যাশা পূরণ করেছেন যুব দলের ওপেনার তানজিদ হাসান তামিম ও ডানহাতি পেসার অভিষেক দাস। দু’জনেই হয়েছেন প্রথম ম্যাচে দলকে জেতানোর নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা। এছাড়া তৌহিদ হৃদয়, যুব ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী ও বাঁহাতি স্পিনার রাকিবুল হোসেনরা আলো ছড়িয়ে প্রত্যাশার অনেকখানিই পূরণ করেছেন। আপাতত করোনাভাইরাসের সংক্রমণ সতর্কতায় ডিপিএল স্থগিত, তবে শুরুটা দারুণ করে এখন দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়েছেন তারা। কারণ দেশকে ক্রিকেটে প্রথম কোন বৈশ্বিক শিরোপা এনে দেয়ার পর এই তারকাদের নিয়ে ভবিষ্যতে আরও বড় কিছু জয়ের আশা বুকে বেঁধেছে দেশের ক্রিকেটপ্রেমীরা। শাইনপুকুর ক্রিকেট ক্লাব ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে দারুণ ফলাফলে নজর কাড়লেও বড় দল হয়ে উঠতে পারেনি। এবার শুরুটা দারুণ হয়েছে তাদের যুব বিশ্বকাপ জয়ী দুই ক্রিকেটারের দুর্দান্ত নৈপুণ্যে। প্রথম ম্যাচেই ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে তারা। যুব ক্রিকেট দলের বগুড়ার দুই ক্রিকেটারই এর পেছনে মূল ভূমিকা পালন করেছেন। ওপেনার তানজিদ হাসান তামিম ৭৭ বলে ৩ চার, ২ ছক্কায় ৫৯ রান করেন। গত বছরই লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয়েছিল বগুড়ার এ বাঁহাতি ওপেনারের। কিন্তু উত্তরা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে একটি সেঞ্চুরি ও ২ অর্ধশতক হাঁকালেও তেমন আলোচিত হতে পারেননি। এবারের প্রেক্ষাপট ভিন্ন। বড় কোন দলে সুযোগ না পেলেও তারদিকে নজর ছিল মূলত যুবাদের হয়ে টানা উদ্ভাসিত নৈপুণ্য দেখানো এবং বিশ্বকাপ জয়ের জন্য। প্রথম ম্যাচেই ওপেনিংয়ে নেমে কার্যকর অর্ধশতক হাঁকিয়ে ম্যাচসেরাই হয়ে গেছেন তিনি। সবমিলিয়ে ১৪ লিস্ট ‘এ’ ম্যাচে এখন তার রান ১ সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিতে ৩৩.০৭ গড়ে ৪৩০। তারই সতীর্থ যুবা দলের আরেক অপরিহার্য মিডলঅর্ডার তৌহিদ হৃদয়। ৭৯ বলে ১ চারে ৫০ রান করেন তিনি। দুই বছর ধরে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবমিলিয়ে ২৩ ম্যাচ খেলা হয়েছে হৃদয়ের। সবমিলিয়ে ১ শতক ও ৭ অর্ধশতকে ৪৫.৫৫ গড়ে করেছেন ৮২০ রান। যুব বিশ্বকাপ জেতা দলের সদস্য হিসেবে তিনিই সবার চেয়ে এগিয়ে ১ হাজার লিস্ট ‘এ’ রান পূর্ণ করার দৌড়ে। এ দু’জনের নৈপুণ্যে জয় দিয়ে প্রিমিয়ার লীগ শুরু করেছে শাইনপুকুর। তাদের সতীর্থ হয়ে খেলেছেন অনুর্ধ-১৯ দলের বাঁহাতি পেসার হাসান মুরাদও। গত বছর বিকেএসপির হয়ে খেলা এ উদীয়মান তারকা ১০ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট নিতে পেরেছেন। সবমিলিয়ে ১৪ লিস্ট ‘এ’ খেলে তার শিকার ২৩ উইকেট। গাজী গ্রুপ ক্রিকেটার্সে আছেন যুব বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী। উইকেটরক্ষক এ ব্যাটসম্যান ৭ নম্বরে নেমে ২৮ বলে ৩ চার, ১ ছক্কায় ৩১ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু রানআউট হয়ে যান। তাই প্রথম ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে হেরে গেছে গাজী গ্রুপ। গত বছর থেকে লিস্ট ‘এ’ ক্রিকেটে যাত্রা শুরু করা এ তরুণ উইকেটরক্ষক ইতোমধ্যে ১৪ ম্যাচ খেলে ২ ফিফটিতে ২৩.২৮ গড়ে করেছেন ৩২৬ রান। কিন্তু প্রাইম ব্যাংকের হয়ে খেলা যুব দলে তারই সতীর্থ শরীফুল ইসলাম ১ উইকেট নিয়েছেন। গত দুই মৌসুম ধরেই ডিপিএলে খেলা এ তরুণ পেসার ইতোমধ্যে ২৭টি লিস্ট ‘এ’ খেলে ৪৭ উইকেট নিয়েছেন। বর্তমান যুবা ক্রিকেটারদের মধ্যে তিনিই সবচেয়ে এগিয়ে ৫০টি লিস্ট ‘এ’ উইকেট শিকারের কীর্তি গড়ার ক্ষেত্রে। ডিপিএলের উদ্বোধনী দিনে সব আলো একাই কেড়ে নেন নড়াইলের ১৮ বছর বয়সী ডানহাতি পেসার অভিষেক দাস অরণ্য। ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের হয়ে অভিষেক ঘটে তার লিস্ট ‘এ’ ক্রিকেটে। যুবাদের বিশ্বকাপ জয়ের পেছনে অন্যতম ভূমিকা রেখেছিলেন তিনি ভারতের বিপক্ষে ফাইনালে ৩ উইকেট শিকার করে। এবারও ৯ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি গত আসরের রানার্সআপ লিজেন্ডস অব রূপগঞ্জের। ব্যাট হাতেও করেছিলেন ১৪ বলে ১৪ রান। তার সতীর্থ এবার যুব বিশ্বকাপ জেতা দলের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। তিনি ব্যাট হাতে ১ রানে সাজঘরে ফিরলেও বল হাতে ম্যাজিক দেখিয়েছেন। ১০ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। তাদের আরেক সতীর্থও আছেন ওল্ড ডিওএইচএস দলটিতে। ওয়ানডাউন ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ৩৫ বলে ১ চার, ২ ছক্কায় ৩৫ রান করেছেন এদিন। এ তিন যুবার দুর্দান্ত নৈপুণ্যে ২৫ রানের জয় পায় ডিওএইচএস। অভিষেকেই ম্যাচসেরা হন অভিষেক। এর আগে অবশ্য রাকিবুল লিস্ট ‘্এ’ খেলেছেন গত বছর। শাইনপুকুরের হয়ে ৩ ম্যাচ খেলে তেমন সুবিধা করতে পারেননি। এখন তার সবমিলিয়ে ৪ লিস্ট ‘এ’ ম্যাচে উইকেট ৫টি। আর জয় গত বছর থেকে শুরু করে এখন পর্যন্ত মাহমুদুল জয় ৮ লিস্ট ‘এ’ ম্যাচে ২৮.১২ গড়ে করেছেন ২ ফিফটিসহ ২২৫ রান। তবে ডিপিএলের প্রথম রাউন্ডে কিছুটা খারাপ গেছে অলরাউন্ডার শামীম হোসেনের। যুবা ক্রিকেট দলের এ অফস্পিন অলরাউন্ডার এবার প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন। তিনি ব্যাট হাতে মাত্র ৪ রান করতে পেরেছেন। তবে এরপর বল হাতে শুরুতেই আক্রমণে এসে ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। তার দল জিতেও যায় ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে।
×